ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু ‘ ছবির তৃতীয় গান মুক্তি পেল। গানের সুর ও কথাতে মুগ্ধ দর্শক(Dhumketu New Song)। ধূমকেতু ছবির আগেও যে দুটি গান মুক্তি পেয়েছিল তাও ভীষণ জনপ্রিয় হয়েছিল। তবে ধূমকেতুর তৃতীয় গানও মন জয় করে নিল দর্শকের। ধূমকেতু গানের কথা গুলোই যেন অপূর্ব, যা দর্শকের হৃদয়ে অনেকখানি জায়গা দখল করে নেয় সহজেই। যেখানে দেখা যায়, ভালবাসাকে হারিয়ে ধূমকেতুর নায়ক ঘুরছে। ভীষণ অসহায় । এখানে দেবের লুক দেখার মতো।
বাস্তবের সাথে মিল (Dhumketu New Song)
কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও রানা সরকার ( Rana Sarkar) আগেই জানিয়েছিলেন ধূমকেতুর তৃতীয় গান মুক্তি পাবে আগস্ট মাসের প্রথম দিকেই(Dhumketu New Song)।’ হবে না দেখা ‘ গানটির কথা ও সুর অনুপম রায়ের (Anupam Roy)। আর গানটি গেয়েছেন ঈশান মিত্র । সত্যি গানটির মধ্যে রয়েছে এক অপূর্ব টান যা পুরানো স্মৃতি মনে পড়ে যায়। গানটির মধ্যে দিয়ে দেবের বৃদ্ধ বয়সের লুক দেখানো হয়। সাথে গানটির মধ্য দিয়ে তাঁর ফেলে যাওয়া প্রিয় মানুষগুলোর সাথে কাটানো সময় ফুটিয়ে তোলা হয়েছে । তবে গানটির কথা যেন দেব শুভশ্রীর বাস্তবের সাথে অনেকটাই মিল রয়েছে বলে মনে করছেন দেব শুভশ্রীর অনুরাগীরা।
প্রিয় মানুষকে চিনতে না পারা(Dhumketu New Song)
ধূমকেতুর তৃতীয় গানের মধ্য দিয়ে দেবের বৃদ্ধ লুক প্রকাশ্যে এসেছে। দর্শকের মনে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেতা দেব। গানের মধ্য দিয়ে ছবির কিছুটা গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে দেখা গিয়েছে বৃদ্ধ বয়সে দেব তাঁর কাছের মানুষের কাছে গিয়েও ধরা দিচ্ছেন না । প্রিয় মানুষের সাথে কাটানো সময় বারে বারে মনে পড়ছে তাঁর। তবে কাছে থেকেও প্রিয় মানুষটি তাঁকে চিনতে পারছেন না।

আরও পড়ুন: Deep Fridge: জাতীয় মঞ্চে বাঙালির গর্ব ‘ ডিপ ফ্রিজ’, কলকাঠি নেড়েছেন পরিচালকের মা!
গানের সাথে নস্টালজিক হয়ে পড়া (Dhumketu New Song)
৯ বছর পর ধূমকেতু ছবির মুক্তি(Dhumketu New Song)। আর এই ৯ বছর আগে অভিনয় করা দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটির সাথে বর্তমানে তাঁদের অভিনয়ে রয়েছে অনেক ফারাক। তাই কেউ কেউ বলছেন , ভাগ্যিস ৯ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু , না হলে এতটাও নস্টালজিক হয়ত হওয়া যেত না।
আরও পড়ুন: Rani Mukerji: রানীর হাতে জাতীয় পুরস্কার, নেপথ্যে মায়ের বুকফাটা করুণ আর্তনাদ
গানে মজে নেটপাড়া(Dhumketu New Song)
এক কথায় ,ধূমকেতুর হাত ধরে দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটি ফিরে আসায় অনুরাগীরা ভীষণ খুশি। তবে এই জুটির অনুরাগীদের আশা তাঁদের প্রিয় জুটি আবারও পর্দায় ফিরবেন। ধূমকেতু মুক্তি পাচ্ছে ১৪ই আগস্ট । আপাতত ছবির গানে গলা মিলিয়ে চলেছেন অনুরাগীরা। সব মিলিয়ে নেট পাড়া মজেছে ধূমকেতুর গানের সুরে।