Last Updated on July 11, 2025 by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No 1) একটি জনপ্রিয় টেলিভিশন শো। জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত হয় এই গেম শো টি। এখানে বিভিন্ন জেলা থেকে মেয়েরা আসেন অংশগ্রহণ করার জন্য। মাঝে মাঝে রবিবার স্পেশাল মানুষদেরকে আনা হয়। মূল লক্ষ্য, শো আরও আকর্ষণীয় করে তোলা। ১৩ জুলাই আসছেন চারজন প্রিয় দিদি। যাঁরা অভিনয়ের দুনিয়ায় জনপ্রিয়।
কারা কারা আসছেন? (Didi No 1)
দিদি নম্বর ওয়ান (Didi No 1) অনুষ্ঠানটি শুধুমাত্র একটি গেম শো বলা যায় না। কারণ এখানে খেলার পাশাপাশি বিভিন্ন রকমের আড্ডা হাসি মজা গল্পও হয়ে থাকে। এখানে অংশগ্রহণকারী দিদিদের থেকে তাঁদের ব্যক্তিগত বিষয় জানা যায় । অর্থাৎ বলা যেতে পারে , মাঝে মাঝে সেইসব বিখ্যাত অভিনেত্রীদের হাঁড়ির খবরও প্রকাশ্যে এসে পড়ে। তেমনি রবিবার ১৩ জুলাই আসছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj), বিবৃতি (Bibriti Chatterjee), অনুরাধা (Anuradha Mukherjee) এবং অলিভিয়া (Alivia Sarkar)। যাঁরা ইতিমধ্যেই অভিনয় জগতে জনপ্রিয়। এই চারজন অভিনেত্রী ছাড়াও থাকছেন দু’জন সংগীত শিল্পী। তাঁরা হলেন দেয়াসিনী ও আলবার্ট কবো (Albert Kaboo)।
গোপন কথা (Didi No 1)
‘দিদি নম্বর ওয়ান’ -এ (Didi No 1) এই চার জন অভিনেত্রী খেলবেন মজার মজার খেলা। সাথে তাঁদের সম্পর্কে দর্শক জানতে পারবেন নানা রকম গোপন কথা। অর্থাৎ সব মিলিয়ে জমজমাট হয়ে উঠবে দিনটি। অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলবে দেয়াসিনী ও আলবার্ট কবোর গান। আসলে দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে, মাঝে মাঝেই বিশেষ পরিচিত মুখদেরকে আনা হয়। যাতে দর্শকদের আরও বেশি করে দৃষ্টি আকর্ষণ করা যায়। এর আগেও অনেক অভিনেত্রী অভিনেতা কিংবা আরও বিশেষ ব্যক্তিদেরকে দেখা গিয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আর এই পর্ব গুলি দর্শকরাও দেখতে ভালোবাসেন। কারণ যাঁদেরকে পর্দায় অভিনয় করতে দেখেন, এখানে তাঁদের বাস্তব রূপটা কিছুটা হলেও ধরা পড়ে। অর্থাৎ তাঁদের পছন্দ অপছন্দ সবটাই ধরা পড়ে যায় এই শো তে।

আরও পড়ুন: Joto Kando Kolkatatei: পুজোর সময় রাস্তার পাশে লুকিয়ে রহস্য, ‘যত কাণ্ড কলকাতাতেই ‘!
কেমন লাগছিল?
দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে চারজন অভিনেত্রী শ্রীময়ী, বিবৃতি, অনুরাধা এবং অলিভিয়া, প্রত্যেকেই দেখা যাবে হাসি আড্ডায় ও মজার মজার খেলায় অংশগ্রহণ করতে। অনুরাধা পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি । শ্রীময়ী পরেছিলেন সাদা রংয়ের শাড়ি ও কালো রঙের ব্লাউজ। অলিভিয়া পরেছিলেন হলুদ কমলা রঙের শাড়ি, আর বিবৃতির পরনে ছিল ফ্লাওয়ার পিন্টেড শাড়ি। বর্তমানে অনুরাধা ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে অভিনয় করছেন। শ্রীময়ী ‘ বুলেট সরোজিনী’তে অভিনয় করতেন ।

উপভোগের বিষয়
এই চারজন অভিনেত্রী ছাড়াও থাকবেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। যিনি অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। কালো রঙের উপরে ফ্লাওয়ার প্রিন্টের শাড়িতে রচনাকে খুবই সুন্দর লাগছিল। আর এসব কিছু আনন্দই উপভোগ করতে হলে দেখতে হবে জি বাংলা (Zee Bangla) ‘দিদি নাম্বার ওয়ান’ ১৩ জুলাই রবিবার।

আরও পড়ুন: Asha Bhosle: আশা ভোঁসলেকে নিয়ে মিথ্যে রটনা, সহ্য করতে পারছেন না অনুরাগীরা

জনপ্রিয়
প্রসঙ্গত, জি বাংলার দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি প্রথম শুরু হয়েছিল ২০১০ সালে। নারীদের ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরা হয় এখানে। তবে বেশিরভাগ সময়ই সংগ্রামী নারী, যাঁরা স্ট্রাগল করে নিজের জীবনের পথকে সুগম করেছেন, তাঁদেরকে এই মঞ্চে দেখানো হয়। তাছাড়াও সকলের কাছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পথ খোলা। অর্থাৎ ইচ্ছা করলেই এই অনুষ্ঠানে অডিশনের মধ্য দিয়ে অংশগ্রহণ করা যায়। অনুষ্ঠানে আরও একটি বিশেষ চমক হল, খেলা শেষে নানা রকম উপহার পাওয়া যায়।