Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিঘা, বাঙালির অন্যতম প্রিয় পর্যটন (Digha Jagannath Mandir) কেন্দ্র। এবার নতুন একটি আকর্ষণের অভিষেক ঘটতে চলেছে এখানে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। এই মন্দির একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। সমুদ্রের তীরে নির্মিত এই মন্দিরটি পুণ্যার্থীদের জন্য একটি নতুন ধাম হিসেবে পরিচিত হবে।
অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন (Digha Jagannath Mandir)
নতুন এই মন্দিরটির নির্মাণ চলছে (Digha Jagannath Mandir) জোরকদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ৩০ মার্চ ২০২৫ এ এই মন্দিরের উদ্বোধন করা হবে। দিঘার এই জগন্নাথ ধামে দর্শনার্থীদের জন্য থাকবে গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ ও ভোগমণ্ডপ, সবই একেবারে পুরী মন্দিরের আদলে। মন্দিরটির উচ্চতা ও স্থাপত্যশৈলী একই রকম। ২০ একর জায়গায় নির্মিত এই মন্দিরে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
মন্দির দেখতে কেমন?
দিঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের সময় প্রথমেই নজরে পড়বে দীপস্তম্ভ, যা উজ্জয়িনীর মন্দিরের স্মৃতি মনে করিয়ে দেবে। মন্দিরের মূল ফটকে চারটি প্রবেশ দ্বার রয়েছে, অরুণ, সিংহ, ব্যাঘ্র, এবং হস্তি দুয়ার। এসবের মধ্যে রয়েছে অপূর্ব কারুকাজ এবং মার্বেলের মূর্তি।
আরও পড়ুন: Financial Rule Change: মার্চ মাস থেকেই বদলাচ্ছে নিয়ম, টাকাকড়ি সামলে রাখুন!
মন্দিরের অপরূপ রূপ
মন্দিরের ভিতরে রয়েছে নাটমণ্ডপ, যেখানে ১৬টি স্তম্ভ রয়েছে। এখানে পাথর কেটে তৈরি করা হয়েছে বিভিন্ন নকশা। নাটমণ্ডপের পরেই রয়েছে জগমোহন, যা সম্পূর্ণ এয়ার কন্ডিশনড। গর্ভগৃহের বেদিতে থাকবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি, যা কাঠের দারু মূর্তি হিসেবে পূজা হবে।

জগন্নাথ মন্দিরের ইতিহাস
দিঘার পুরনো জগন্নাথ মন্দিরের ইতিহাসও রয়েছে। ১৯৮৫ সাল থেকে এখানে মৎস্যজীবীদের আরাধ্যদেবী মা গঙ্গা ও মহাকালের মূর্তির পূজা হতে থাকে। তবে নতুন মন্দিরের প্রতিষ্ঠার পেছনে একটি মজাদার কাহিনী রয়েছে। ১৪১৩ সালের ৬ চৈত্রে, সমুদ্রে ভাসমান তিনটি মূর্তি উদ্ধার করা হয়, যা পরবর্তীকালে এই স্থানে স্থাপন করা হয়।