ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিঘায় জগন্নাথ দেবের মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের ঠিক আগে বাতিল হয়ে গেল দিঘাগামী দু’টি বিশেষ ট্রেন। পরিচালনগত নানা সমস্যার কথা উল্লেখ করেই এই সিদ্ধান্ত জানিয়েছে রেল। ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই পরিস্থিতিতে মন্দির উদ্বোধন উপলক্ষে দেওয়া স্পেশাল ট্রেন বাতিল করল রেল। কারণ হিসেবে জানা যাচ্ছে, রেকের অভাব। রেলের ব্যাখ্যায় সন্তুষ্ট নন তৃণমূল নেতাদের একাংশ। ট্রেনটি কোনও নোটিস ছাড়াই বন্ধের সিদ্ধান্তকে রাজনৈতিক চাল বলে মনে করেছেন যাত্রীরা।
হঠাৎই বিজ্ঞপ্তি জারি করে বিশেষ ট্রেন বাতিল (Digha Jagannath Temple)
৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধামের (Digha Jagannath Temple) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তার আগে চলতি মাসের ২৬ তারিখ থেকে ৪ মে পর্যন্ত দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল দক্ষিণ-পূর্ব রেল। বলা হয়েছিল হাওড়া-দিঘা-হাওড়া এবং পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া রুটে বিশেষ দু’টি ট্রেন চালানো হবে। কিন্তু সে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। রবিবার মন্দির উদ্বোধনের মাত্র তিন দিন আগে হঠাৎই বিজ্ঞপ্তি জারি করে সেই বিশেষ ট্রেন বাতিল করেছে রেল। জানানো হয়েছে, ট্রেনে পর্যাপ্ত বগির অভাব এবং পরিচালনগত নানা সমস্যার কারণে ট্রেন দু’টি আপাতত বন্ধ রাখা হচ্ছে।
২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলার কথা (Digha Jagannath Temple)
রেলের তরফে জানানো হয়েছিল, ট্রেন দুটি ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। যার একটি হাওড়া-দিঘা ও অন্যটি পাঁশকুড়া থেকে দিঘার মধ্যে চলবে (Digha Jagannath Temple)। রেল জানিয়েছিল, হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। দিঘা পৌঁছবে বিকেল ৫.৩৫ মিনিটে। সেখান থেকে পৌনে ছ’টায় ছেড়ে হাওড়া আসবে রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে। পাঁশকুড়া থেকে ভোর পৌনে পাঁচটায় ছাড়ার কথা ছিল ট্রেনটি। কিন্তু ট্রেনদুটি বাতিল করা হয়েছে। তবে হাওড়া থেকে দিঘার অন্য যে দুটি ট্রেন চলে অর্থাৎ কাণ্ডারী ও তাম্রলিপ্ত এক্সপ্রেস, তা চলবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Jagannath Mandir Digha: দিঘার বুকে জেগে উঠছে জগন্নাথ ধাম, প্রাণপ্রতিষ্ঠার আগাম সুরে মুখর শহর
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ’
রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে। এটা অত্যন্ত ছোট মানসিকতার পরিচয়। সে দিন ইতিহাস সৃষ্টি হবে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি চক্রান্ত করে মানুষকে আটকাতে পারবে না।’’ অন্য দিকে, বিজেপি নেতা ওমপ্রকাশ সিংহ বলছেন, ‘‘রেল কর্তৃপক্ষ যা ভাল বুঝেছেন, সেই মতো কাজ করেছেন। জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এতে কিছু লাভ হবে না।’’