ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক ক্লিকেই হারাতে পারেন আপনার সারা জীবনের সঞ্চয়! প্রতিদিন অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন বহু ভারতীয়। আমাদের মুঠো ফোনেই ফাঁদ পেতে বসে আছে প্রতারকরা (Digital Arrest)। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। প্রতারণার শিকার হয়ে পথে বসছেন বহু মানুষ। একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, শুধুমাত্র ২০২৪ সালের প্রথম তিন মাসেই ১২০ কোটি টাকার প্রতারণা হয়েছে সাধারণ মানুষের সঙ্গে। ফোন করে ভয় দেখিয়ে কিংবা প্রলভন দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিচ্ছেন সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা। এই প্রতারণার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ডিজিটাল গ্রেফতারির (Digital Arrest) ফাঁদ।
ভয় দেখিয়ে হচ্ছে কাজ (Digital Arrest)
সাধারণ মানুষকে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে টাকা আদায় করার হচ্ছে। একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, প্রতারকরা ফোন করে সাধারণ মানুষকে বলছে তারা ল-এনফোর্সমেণ্ট অফিসিয়াল। তারা আপনাকে গ্রেফতার করতে চায়। এরপর তারা হোয়াটস অ্যাপ কিংবা স্কাইপে ভিডিয়ো কল করে আপনার সঙ্গে কথা বলছে মিথ্যা পুলিশের পোশাক পরে। বিভিন্ন মামলায় গ্রেফতারির ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে। এই প্রতারকরা সাধারণ মানুষকে ডিজিটাল গ্রেফতারির বিষয়টি বিশ্বাস করাতে মিথ্যা অফিস কিংবা থানা তৈরি করছে।
ডিজিটাল গ্রেফতারির উল্লেখ নেই (Digital Arrest)
কিন্তু, আমাদের দেশের আইনে নাকি ডিজিটাল গ্রেফতারির কোনও উল্লেখই নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু আমাদের দেশে আইনে ডিজিটাল গ্রেফতারির কোনও উল্লেখ নেই সেই জন্য কেউ আপনাকে ডিজিটাল মাধ্যমে গ্রেফতার করতে পারবে না। এমনকি ডিজিটাল মাধ্যমে আপনার উপর কোনও পদক্ষেপ নিতে পারবে না। ২৭ অক্টোবর “মন কি বাত” অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নিজেই বাড়তে থাকা অনলাইন জালিয়াতির বিষয়টি উল্লেখ করে দেশবাসীকে সচেতন করেছেন। তিনি ডিজিটাল গ্রেফতারির (Digital Arrest) বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
আরও পড়ুন: Terrorist Attack in Jammu and Kashmir: কাশ্মীরে ফের গুলির লড়াই! বাহিনীর হাতে নিহত জঙ্গি
কোথায় ঘটেছে
একটি সংবাদ সংস্থার রিপোর্টে দাবি,আহমেদাবাদের একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে একটি ডিজিটাল গ্রেফতার কেলেঙ্কারিতে ১.২৬ কোটি টাকার প্রতারণা করা হয়েছিল। যেখানে প্রতারকরা ভারতের প্রধান বিচারপতি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ছদ্মবেশ নিয়েছিলেন।
কীভাবে বাঁচবেন
কিন্তু ডিজিটাল গ্রেফতারের (Digital Arrest) প্রতারণার থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে? ডিজিটাল গ্রেফতার থেকে নিজেকে বাঁচানোর অনেক উপায় আছে। তবে সব চেয়ে আগে নিজেকে শান্ত রাখা জরুরী। আপনাকে গ্রেফতার করা হচ্ছে এই জন্য বিচলিত হয়ে টাকা দেওয়া বা প্রতারকরা যা বলছে সেগুলো কিছুই করবেন না। এক সেকেন্ডের সিদ্ধান্ত আপনাকে ডিজিটাল গ্রেফতার কেলেঙ্কারি থেকে বাঁচাতে পারে। কারন,অনলাইনে আপনাকে গ্রেফতার করা যাবে না। তাই অকারণ আতঙ্কিত হবেন না।
আরও পড়ুন: Abhinav Arora Death Threat: বছরের ‘বাল সন্ত বাবা’-কে খুনের হুমকি লরেন্স বিষ্ণোইয়ের!
কী বললেন মোদী
২৭ শে অক্টোবর “মন কি বাত” অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বলতে গিয়ে বলেন, “থেমে যান, চিন্তা করুন এবং তারপর পদক্ষেপ নিন।” প্রধানমন্ত্রী আরও বলেন, ”যখন আপনি একটি কল পাবেন, তখন প্রথমে থামুন… – আতঙ্কিত হবেন না, শান্ত থাকুন, কোনও তাড়াহুড়ো করে পদক্ষেপ নেবেন না, আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। সম্ভব হলে একটি স্ক্রিনশট নিন এবং এটি রেকর্ড করুন।”
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, “কোনও সরকারি সংস্থা আপনাকে ফোনে এভাবে হুমকি দেয় না, ভিডিয়ো কলে কোনও খোঁজ খবর নেয় না বা টাকা দাবি করে না।” এমন ঘটনা আপানার সঙ্গে ঘটলে, জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০ ডায়াল করুন অথবা cybercrime.gov.in -এ রিপোর্ট করুন। এমন ঘটনায় বিচলিত না হয়ে পরিবার ও পুলিশকে জানান, প্রমাণ সংরক্ষণ করুন।
প্রধানমন্ত্রী “মন কি বাত” এর এই অনুস্থানে বলেন, ‘স্টপ’, তারপর ‘থিঙ্ক’ এবং তারপরে ‘অ্যাকশন’ নিন। এই তিনটি ধাপ আপনার ডিজিটাল নিরাপত্তার রক্ষক হয়ে উঠবে।“