ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রযুক্তি আজ হাতে হাতে ঘুরছে। সেই সঙ্গে আমার আপানার হাতে হাতে ঘুরছে ফাঁদ (Digital Scam)। এই ফাঁদে একবার পড়লেই হারাবেন সর্বস্ব।বহু মানুষ ইতিমধ্যেই হারিয়েছেন। আপনিও হারাতে পারেন। এই জন্য দরকার সতর্কতা। প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, আপনারও বাড়তি সতর্কতা নেওয়া উচিত। নয়তো কয়েক মুহূর্তেই আপনিও হতে পারেন ডিজিটাল জালিয়াতির শিকার।ফাঁস হতে পারে তথ্য।হারাতে পারেন নিজের সঞ্চিত অর্থ।
কোথায় জালিয়াতির ফাঁদ পাতা হচ্ছে? (Digital Scam)
ডিজিটাল জালিয়াতির (Digital Scam) সবচেয়ে বড় ফাঁদ পাতা হচ্ছে আপনার মোবাইল ফোনে। মোবাইল ছাড়াও এই ডিজিটাল জালিয়াতির ফাঁদ বিছিয়ে রয়েছে আপনার ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ সহ অন্যান্য ডিজিটাল ডিভাইসে। আপনি প্রতিনিয়ত যে ব্রাউজার ব্যবহার করছেন কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেখানেও ছড়ানো রয়েছে জালিয়াতির ফাঁদ।
কীভাবে বুঝবেন ফাঁদ পাতা হচ্ছে? (Digital Scam)
ডিজিটাল জালিয়াতির (Digital Scam) ফাঁদ বুঝতে পারা সবচেয়ে কঠিন কাজ। সহজেই অনেক মানুষ এই ফাঁদে পড়ে যান। এর থেকে বাঁচার একটাই উপায় বাড়তি সতর্কতা। আপনাকে ফোন করে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ কোনো অবাস্তবিক অফার দিলে তার সত্যতা যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনার পরিচিত কোনো গলা থেকে টাকা চেয়ে ফোন করলে সরাসরি সেই ব্যক্তির সাথে কথা বলে সত্যতা যাচাই করুন। কেননা বর্তমানে এআই-এর মাধ্যমে গলা নকল করে কথা বলা খুবই সাধারন বিষয় হয়ে গেছে। এছাড়াও রয়েছে ডিজিটাল অ্যারেস্টের হুমকি দিয়ে টাকা চাওয়া। কিন্তু, ভারতে ডিজিটাল অ্যারেস্টের কোনো ব্যবস্থা নেই। এই ধরনের একাধিক পদ্ধতিতে পাতা হতে পারে ফাঁদ। তাই এমন কিছু আপনার সাথে ঘটলে সতর্ক থাকুন।

আরও পড়ুন: GST Portal Down: জিএসটি পোর্টাল বন্ধ! উদ্বিগ্ন ব্যবসায়ীরা
ফাঁদে পড়লে কী কী করবেন?
ডিজিটাল জালিয়াতির ফাঁদ পাতা হচ্ছে এটা বুঝেলেই প্রথমে আপনি যা করবেন তা হল, দ্রুত প্রমান সংগ্রহ করবেন। আপনার সাথে ফোনে কথা হলে সেই ফোন নাম্বারটি নোট করে রাখুন। হোয়াটস অ্যাপ বা ম্যসেঞ্জারে ম্যাসেজ পেলে আপনি প্রথমেই তার স্ক্রিনশর্ট নিয়ে রাখুন। যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে কোনো ডিজিটাল জালিয়াতির ফাঁদ দেখতে পান তাহলে সাথে সাথে তার ইউআরএল সংগ্রহ করে রাখুন। এই সমস্ত প্রমান সংগ্রহের পর আপনি এই সমস্ত প্রমান নিয়ে সরাসরি পুলিশের কাছে যান। এতে আপনি আপনার তথ্য ও অর্থ দুটোরই সুরক্ষিত রাখতে পারবেন।
আরও পড়ুন: BSNL 5G LAUNCH : BSNL নিয়ে এল সুখবর, ২০২৫ – এ বড় পদক্ষেপ!
ফাঁদে পড়লে কী কী করবেন না?
ডিজিটাল জালিয়াতির ফাঁদে পড়লে কী কী করবেন না সেটা জানা আপনার খুবই জরুরি। নয়তো আপনি হারাতে পারেন নিজের সমস্ত তথ্য ও সঞ্চিত অর্থও। আর সেই জন্য এধরনের ফাঁদ বুঝতে পারলেই আপনি নিজের কোনো ব্যক্তিগত তথ্য একেবারেই দেবেন না। সাথে যদি কোনো পরিচিত ব্যক্তির গলায় টাকা চেয়ে ফোন পান তাহলেও যাচাই না করে টাকা দেবেন না। এমনকি কোনো লিঙ্কেও ক্লিক করবেন না। কেননা লিঙ্কে ক্লিক করলে ফাঁকা হতে পারে আপনার ব্যাংক। তাই প্রযুক্তির উন্নতির সাথে অবশ্যই বাড়তি সতর্ক থাকুন।