ট্রাইব টিভি বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে বিতর্কিত মন্তব্যের কারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। ফলে একপ্রকার দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)। নিজে একক কর্মসূচি নিয়েই ব্যস্ত থাকতেন। সদ্য দিল্লি সফরে গিয়ে সংবাদ মাধ্যমকে কার্যত অভিমানের সুরেই একদা বিজেপির সফল রাজ্য সভাপতিকে বলতে শোনা যায় তিনি দলীয় কর্মসূচিতে চেয়ারই পান না।
শমীকের নেতৃত্বে বদলাচ্ছে হাওয়া(Dilip Ghosh)
এরই মধ্যে পদ্ম শিবিরে সাংগঠনিক রদবদল হয়। সভাপতি পদে নির্বাচিত হন শমীক। যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। এমনকী সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি। তবে দিলীপের মুখে শমীকের প্রশংসা শোনা গিয়েছিল। তারপরেই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান প্রাক্তন সভাপতি। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে(Dilip Ghosh) দলীয় কর্মসূচিতে ফেরাতে তিনি যে ততপর তার ইঙ্গিত দেন। দিন কয়েক আগে সল্টলেক বিজেপি অফিসে যান দিলীপ, সেখানে দেখা করেন শমীক ভট্টাচার্যের সঙ্গে। দুজনের মধ্যে আলাদা কথাও হয়। পরে শমীকের নেতৃত্বে ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সাফ হবে বলেও মন্তব্য করেন। অর্থাৎ তখনই স্পষ্ট হচ্ছিল সংগঠনের মূল স্রোতে সম্ভবত ফের ফিরছেন দিলীপ।
মোদির সভার ডাক পেলেন দিলীপ(Dilip Ghosh)
এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা, নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভা, শমীক ভট্টাচার্যের সায়েন্স সিটির সংবর্ধনা অনুষ্ঠানে ডাক না পাওয়া বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) শুক্রবার দূর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)সভায় আমন্ত্রণ পেয়েছেন বলেই খবর। সব কিছু ঠিক থাকলে ১৭ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাতে তিনি দূর্গাপুর পৌঁছাবেন বলে খবর।
আরও পড়ুন: App CAB Bike: বাইক-ট্যাক্সিতে লাগেজ নিয়ে কড়াকড়ি, যাত্রীসুরক্ষায় রাজ্যের কড়া পদক্ষেপ!
সাংগঠনিক অভিজ্ঞতার উপর ভরসা
রাজনৈতিক মহলের মতে, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিলীপ ঘোষের সাংগঠনিক কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল। তিনি এও জানেন দলীয় কর্মীদের মধ্যে দিলীপ ঘোষের একদা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে দিলীপের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন তিনি। ফলে এতে করে ঐক্যবদ্ধ বিজেপির চিত্র তুলে ধরা যাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Rain forecast: বর্ষার বঙ্গে ফের নিম্নচাপ! ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তর-দক্ষিণে