Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় (Dilip Ghosh) জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক দিলীপ ঘোষের সফর নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিজেপিতে। বিজেপির তরফ থেকে আগেই জানানো হয়েছিল দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে কোনও মন্তব্য দলীয়ভাবে করা হবে না। তা সত্ত্বেও একাংশের বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দিলীপ ঘোষের বিরোধিতা করতে দেখা যায়। তার জন্য বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের দায়িত্বশীল নেতারা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
‘দল কঠোর ভাবে নজর রাখছে’ (Dilip Ghosh)
রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য শনিবার সেই রকম ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘দিলীপ ঘোষ আমাদের দলের সফলতম প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদ (Dilip Ghosh)। তিনি কী করবেন, তিনি কী বলবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তাঁর বক্তব্যে, ইঙ্গিতে, বার্তায় যদি (অন্য) কিছু থাকে সেই বিষয়টির উপরে দল কঠোর ভাবে নজর রাখছে। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি দেখছেন। তাঁরা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।’
মমতার পাশে বসাকে দল অনুমোদন করছে না (Dilip Ghosh)
দিলীপ (Dilip Ghosh) দিঘা পৌঁছোনোর খানিক ক্ষণের মধ্যেই রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে পোস্ট করে সমালোচনা করেছিলেন। অনতিবিলম্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, দিঘায় যাওয়া, মমতার পাশে বসাকে দল অনুমোদন করছে না। তার পরে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ, মুখপাত্র কেয়া ঘোষেরাও দিলীপকে কড়া আক্রমণ করেছেন।
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি রয়েছে, তালিকা তৈরির দাবি অধীর চৌধুরীর
শুভেন্দু অধিকারী দিলীপকে কটাক্ষ করেছেন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপকে কটাক্ষ করেছেন। যাঁরা তাঁকে আক্রমণ করেছেন, তাঁদের পাল্টা ফিরিয়ে দিয়েছেন দিলীপও। মন্দির উদ্বোধনের পরের দিন সকালে দিঘার বালুকাবেলায় হাঁটতে বেরিয়ে দিলীপ বলেন, ‘‘যাঁরা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন, তাঁদের কাছ থেকে বিজেপি শিখব না।’’ রাজনৈতিক মহলের অনেকেরই বক্তব্য, নাম না-করলেও দিলীপের ওই মন্তব্যের লক্ষ্য ছিলেন শুভেন্দুই।
‘অর্জুন সিং তৃণমূলে গিয়ে ফিরে এসেছেন’
অর্জুনকে দিলীপ পাল্টা বলেছেন, ‘অর্জুন সিং তৃণমূলে গিয়ে ফিরে এসেছেন। এক রাত কাটান বিজেপির বাড়িতে, একরাত কাটান তৃণমূলের বাড়িতে। সে দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে!’ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে দিলীপ সরাসরি কোনও সমালোচনা করেননি। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুই যে বিজেপিতে যোগ্যতম, শুক্রবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তা–ও খোলাখুলি বলেছেন দিলীপ।