ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) একজন পাঞ্জাবি গায়ক – নায়ক। কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল তাঁর নাম। কারণ তিনি পাক নায়িকা হানিয়া আমিরকে (Hania Aamir) তাঁর ‘সর্দারজি ৩’ ছবিতে নিয়েছিলেন। যার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন। আসলে পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটে। সেখানে পাক নায়িকাকে নিয়ে কাজ করায় বিরোধিতার মুখে পড়েন তিনি । তারপর থেকে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের সদস্যরা দাবি করেন, তাঁকে যেন কোনও হিন্দি ছবিতে কাজ করতে না দেওয়া হয়। তবে এবারে একটি ছবির জন্য সেই নিষেধাজ্ঞা উঠল তাঁর উপর থেকে। কী কারণে দিলজিৎ -এর ওপর নিষেধাজ্ঞা তোলা হল? কোন ছবিতে তিনি ফিরলেন?
বিপাকে গায়ক (Diljit Dosanjh)
দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) হানিয়া আমিরকে নিয়ে ‘সর্দারজি ৩’ ছবিতে কাজ করায় বিপাকে পড়েন। তবে জাভেদ আখতার (Javed Akhtar), সানি দেওল (Sunny Deol), নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah) সহ অনেকেই তাঁকে সমর্থন করেছেন। কারণ তাঁদের মতে, দিলজিৎ সাংস্কৃতির ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্য বজায় রেখেছেন। তবুও বলিউডের সিংহভাগই দিলজিৎ এর বিরুদ্ধে অর্থাৎ তাঁর কাজকে কেউই সমর্থন জানাতে পারেনি। ফলে কাজের দিক দিয়েও দিলজিৎ এর পথ বন্ধ হবার জোগাড় ।
অভিনয়ের দায়িত্ব (Diljit Dosanjh)
এরই মাঝে দিলজিৎ পেলেন ছবিতে অভিনয়ের দায়িত্ব। কোন ছবি? কেন তাঁকে নেওয়া হল ছবিতে? আসলে দেশ জুড়ে যখন দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) এর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তখন প্রযোজক ভুষণ কুমার পড়লেন সমস্যায় । কারণ তাঁর ছবি ‘বর্ডার ২’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন দিলজিৎ। ছবির কাজ প্রায় অনেকটাই শেষের মুখে। আসলে ‘বর্ডার ২’ ছবিতে কাজ করতে করতেই সর্দারজি ৩’ ছবি নিয়ে দিলজিৎ এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেখানে যদিও দিলজিৎকে অভিনয়ে না নেওয়া হয় তাহলে অসুবিধায় পড়বেন প্রযোজক।
আরও পড়ুন: Jeetu Kamal: নতুন কেসে জিতু কমল, হাজির লালবাজার থানায় !
ব্যয় সাপেক্ষ
ছবিতে দিলজিৎকে সরিয়ে দিতে গেলে তাঁর অভিনীত দৃশ্যগুলি আবার ছবি থেকে বাদ দিয়ে নতুন কোনও অভিনেতাকে দিয়ে অভিনয় করাতে হবে। অর্থাৎ ছবিতে যেখানে যেখানে দিলজিৎ এর অভিনীত দৃশ্য রয়েছে তা নতুন করে শুরু করতে হবে। যা অনেকটাই ব্যয় সাপেক্ষ। তাই বাধ্য হয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের দ্বারস্থ হন প্রযোজক ভূষণ কুমার।
আরও পড়ুন: Shefali Jariwala: বুকে বেদনার ক্ষত, স্ত্রী শেফালিকে নিয়ে মুখ খুললেন পরাগ!
নিষেধাজ্ঞা তোলা
শোনা গিয়েছে , দিলজিৎ ‘বর্ডার ২’ ছবিতে ফিরছেন। আর সেই খবরে সিলমোহর পড়াতে দিলজিৎ এর অনুরাগীরা ভীষণ খুশি। তবে জানা গিয়েছে, ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস শুধুমাত্র ‘বর্ডার ২’ ছবির জন্য দিলজিতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এই ছবি ছাড়া আর অন্য কোনও ছবিতে তিনি কাজ করতে পারবেন না।