কলকাতাকে মাতিয়ে ছিলেন দিলজিৎ: ভারতে(India) আর শো করবেন না পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝ(Diljit Dosanjh)। কিন্তু কেন? এই তো কলকাতায়(Kolkata ) কয়েকদিন আগে এসেছিলেন। রীতিমত কলকাতাকে মাতিয়ে রাখলেন। সেই ফাঁকে দক্ষিণেশ্বর, কফি হাউস থেকে শুরু করে হাওড়ার ফুলের হাট ঘুরে দেখলেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর কলকাতা ভ্রমণের ভিডিও তুমুল ভাইরাল হল। দেখার মতো ছিল তাঁর পারফরম্যান্স। কিন্তু হঠাৎ এমন কি হল যে, অভিনেতা বললেন ভারতের শো করবেন না?
ভারতে পরিকাঠামো নেই
আসলে তিনি মনে করছেন, লাইভ শো করার মতো ভারতে পরিকাঠামো নেই। যার মূল কারণ টাকার অভাব। যদি পরিকাঠামোর উন্নতি না হয়, তাহলে তিনি আর ভারতে কোনদিনই শো করবেন না। কথাটা অনেকটা তিনি রাগ আর অভিমান থেকে বললেন। তাছাড়া, সম্প্রতি লাইভ পারফরমেন্স নিয়ে অনেক বিতর্কে জড়িয়েছেন। কনসার্টের পর মাঠ নোংরা হয়ে যায়। তা নিয়েও সমালোচনা হয়। হায়দ্রাবাদে শো’য়ের আগেই তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিশও পাঠানো হয় পাঞ্জাবি এই পপস্টারকে। তাই হয়ত তিনি আগে থেকেই বলে দিলেন, আগে ভালো পরিকাঠামো চাই। তারপর কনসার্ট।
কনসার্টের পর নোংরা মাঠ
দিলজিৎ বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় তারকা। তাঁর কনসার্টে ভিড় হবে, এটাই স্বাভাবিক। তাঁকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। মঞ্চের সামনে উপচে পড়ে ভিড়। দেশ কিংবা বিদেশের মাটি, যেখানেই কনসার্ট করুক না কেন, ভিড় চোখে পড়ার মতো হয়। এই তো কয়েকদিন আগের কথা। দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে একইভাবে ভিড় হয়েছিল। কিন্তু যখন কনসার্ট শেষ হল। তারপর দেখা গেল একদম বাজে পরিস্থিতি। মাঠ জুড়ে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, মাংসের হাড়। যা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন: Katha Serial: ‘কথা’ সিরিয়ালে সাহেবের ডবল ডিউটি, অথচ পেমেন্ট পান একটাই!
চন্ডিগড়ের মঞ্চ থেকে দিলজিতের বার্তা
সম্প্রতি ১৪ই ডিসেম্বর চন্ডিগড়ের মঞ্চ থেকে দিলজিৎ স্পষ্ট বলে দিলেন। তিনি আর ভারতে কনসার্ট করবেন না। তসেই ভিডিও এখন তুমুল ভাইরাল। তাঁকে বলতে শোনা যায়, ” এ দেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। আমি বলব, লাইভ শো করার সময় স্টেজটা একেবারে মাঝখানে করতে। তাহলে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে আমাকে। এটা যদি না হয়, তাহলে আমি আর কোনদিনও ভারতের শো করব না”।
আরও পড়ুন: Anurager Chhowa Upcoming Episode: চারুকে বিয়ে করবে সূর্য! ভরা পার্টিতে অপমানিত দীপা
দিলজিতের অভিমান
দিলজিতকে ঘিরে যে এত উন্মাদনা, পাগলামি। অথচ সেই শিল্পীর মন জিততে পারল না এই দেশ? উঠছে প্রশ্ন। তবে তিনি ভারতের শো করবেন না, এরকম চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা বলেননি। অভিমান থেকে বলেছেন, একটা সুষ্ঠু পরিকাঠামো চাই। সুষ্ঠু পরিকাঠামো ছাড়া কোন লাইভ কনসার্ট করা সত্যিই অসুবিধার। তিনি তার দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে কিছু দাবি রেখেছেন। সেই দাবি পূরণ হলে তিনি অবশ্যই ভারতে শো করবেন। সেই দাবিটা হল, পারফরম্যান্স করার জন্য একটা সুন্দর স্টেজ। যেটা থাকবে একদম মাঠের মাঝখানে। যাতে দর্শকদের অসুবিধা না হয়। সে কথা ভেবেই এমনটা বলেছেন পাঞ্জাবী এই পপস্টার।