ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকদিন ধরে রাজনীতির (DK Shivakumar) অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নাকি যোগ দিচ্ছেন বিজেপিতে। এমনকি অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন তিনি!
কী বললেন শিবকুমার? (DK Shivakumar)
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “আমি কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং আমার বন্ধুরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি কি বিজেপিতে যোগ দিচ্ছি কি না। আমি একজন জন্মগত (DK Shivakumar) কংগ্রেসম্যান।”
বিজেপিকে সরাসরি কটাক্ষ (DK Shivakumar)
তিনি আরও বলেন, “মহাকুম্ভে আমি আমার বিশ্বাস থেকে ভ্রমণ করতে গেছিলাম। আমি সকল ধর্মকে সম্মান করি। এই ধরণের জল্পনাকে আমি আমার ধারেকাছেও ঘেঁষতেও দিইনা। আমি বিজেপির এসব কথাকে বেশি গুরুত্ব দিই না।”

সকল ধর্মকে ভালোবাসেন তিনি
কর্ণাটকের কোয়েম্বাটোরে সদগুরু জগ্গি বাসুদেবের ইশা যোগ কেন্দ্রে তার সফর সম্পর্কে উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “আজ ইশা ফাউন্ডেশনে আমার সফর সম্পর্কে ইতিমধ্যেই আমার সমালোচনা করা হয়েছে।”
আরও পড়ুন: Nitish Kumar: বিহারে থাকছেন নীতীশ, বিজেপির অন্দরে নেই বিতর্ক!
“সদগুরু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি সেখানে যাব। আমি একজন জন্মগত হিন্দু যে সকল ধর্মকে ভালোবাসি, এবং এর অর্থ এই নয় যে আমি বিজেপির ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি অমিত শাহের সাথে মোটেও দেখা করিনি।”
জল সংকট নিয়েও অকপট
বেঙ্গালুরুতে জল সংকটের বিষয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, “বেঙ্গালুরুতে বা রাজ্যের কোথাও পানীয় জলের কোনও সমস্যা নেই। আমি এমন জায়গাগুলি পরিদর্শন করেছি যেখানে জল সরবরাহের প্রয়োজন। আমাদের পর্যাপ্ত পানীয় জল এবং মজুদ রয়েছে; আমরা সেচের জন্যও জলের ব্যবস্থা করছি।”