Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আমেরিকার মাটিতে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন(US Visa)। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন, আমেরিকায় কোনও অবৈধ অভিবাসীর জায়গা হবে না। সেই ঘোষণা বাস্তবায়িত করতে এবার শুরু হয়েছে বৃহৎ অভিযানের।
সাড়ে পাঁচ কোটি ভিসা যাচাইয়ের উদ্যোগ (US Visa)
মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রায় সাড়ে পাঁচ কোটি ভিসা যাচাই-বাছাইয়ের কাজ শুরু করা হবে (US Visa)। বিদেশ দফতরের এক কর্তা বলেছেন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েও যারা আমেরিকায় থেকে যাচ্ছেন, তাঁদের চিহ্নিত করা এই প্রক্রিয়ার অন্যতম মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, যাঁরা ভিসা নিয়ে দেশে গিয়ে অপরাধমূলক কার্যকলাপে জড়িত হচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেকোনও সময় তাঁদের ভিসা বাতিল করা হতে পারে।
ট্রাম্পের বার্তা (US Visa)
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প (Donald J. Trump) এক নির্বাহী আদেশে বলেছিলেন,“যে সব বিদেশি আমেরিকায় আসবেন, তাঁরা আমেরিকার নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন না, তা নিশ্চিত করা হবে।” এর পর থেকেই ভিসা অনুমোদনে কঠোরতা বাড়ানো হয়(US Visa)। কড়াকড়ি শুরু হয় আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়া ভর্তি নিয়েও।

আরও পড়ুন : US China Trade : শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা ড্রাগন! মার্কিন সয়াবিন আমদানি বন্ধ করতে চলেছে চিন
সমাজমাধ্যমের নজরদারি (US Visa)
শুধু কাগজপত্র বা আইন নয়, এখন থেকে ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের প্রোফাইলও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন বিদেশ দফতর আগেই জানিয়েছিল, পড়ুয়া থেকে শুরু করে এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদনকারী— সকলের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ করবেন কনস্যুলার অফিসারেরা। এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই বিদেশিদের উপর নজরদারি আরও কঠোর হয়েছে।
আতঙ্কে অভিবাসীরা (US Visa)
অভিবাসন নীতি কঠোর হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে আমেরিকায় বসবাসকারী বহু বিদেশির মধ্যে। বিশেষ করে যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে বা যারা সামান্য নিয়মভঙ্গ করেছেন, তাঁদের ভিসা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতেও বিদেশি পড়ুয়াদের উপর চাপ বাড়ছে।

আরও পড়ুন : Earthquake In South America : দক্ষিণ আমেরিকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প! সুনামির সতর্কতা জারি চিলি উপকূলে
ট্রাম্পের এই পদক্ষেপে একদিকে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও সুরক্ষিত হবে বলে দাবি করছেন প্রশাসনের কর্তারা। অন্যদিকে, মানবাধিকার সংস্থা এবং অভিবাসনপন্থীরা বলছেন, এত কড়া নীতি বিদেশি মেধাবীদের আমেরিকা বিমুখ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে আন্তর্জাতিক মেধার উপরও প্রভাব পড়তে পারে।