ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া তাদের ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন (Donald Trump Anniversary)। ১৯৯৮ সালে নিউইয়র্ক ফ্যাশন উইকের এক পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ থেকে শুরু করে বর্তমানে হোয়াইট হাউসে তাদের জীবনযাত্রা পর্যন্ত, তাদের সম্পর্ক অনেকটাই বদলেছে। এই বিশেষ দিনটিকে স্মরণ করতে ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তাদের বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে লেখেন, “মেলানিয়াকে ২০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা!”
পাশাপাশি, প্রেসিডেন্টের অফিসিয়াল অ্যাকাউন্ট POTUS-এ ট্রাম্প আরও একটি ছবি শেয়ার করেন এবং মেলানিয়াকে শ্রদ্ধা জানিয়ে লেখেন (Donald Trump Anniversary), “আমার সুন্দরী স্ত্রী এবং আমাদের অবিশ্বাস্য ফার্স্ট লেডির সঙ্গে ২০ বছরের সম্পর্ক উদযাপন করছি। তুমি একজন অসাধারণ স্ত্রী এবং একজন দারুণ মা। শুভ বিবাহবার্ষিকী, @FLOTUS।”
তাদের সম্পর্কের শুরু (Donald Trump Anniversary)
ট্রাম্প এবং মেলানিয়ার সম্পর্ক শুরু হয় ১৯৯৮ সালে (Donald Trump Anniversary)। সেসময় ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়ায় ছিলেন। মেলানিয়া ছিলেন স্লোভেনিয়া থেকে আসা একজন মডেল। তবে মেলানিয়া প্রথমে ট্রাম্পকে নম্বর দিতে রাজি হননি। ২০১৬ সালে হার্পার’স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, “আমি চেয়েছিলাম দেখতে যে তিনি আমাকে কেমন নম্বর দেন।”
আরও পড়ুন: Sean Curran: ইউএস সিক্রেট সার্ভিসের নতুন ডিরেক্টর শন কারান! জানেন তিনি কে?
১৯৯৯ সালে ট্রাম্পের এবং মারলা ম্যাপলসের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর ট্রাম্প মেলানিয়াকে “এক অসাধারণ মহিলা” বলে বর্ণনা করেন এবং তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।
প্রস্তাব ও বিবাহ
২০০৪ সালে মেট গালায় ট্রাম্প মেলানিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তারপর মেলানিয়া নিউইয়র্ক পোস্টকে বলেন, “আমরা একসঙ্গে খুব সুখী।” তাদের বিয়ে হয় ২০০৫ সালের জানুয়ারিতে ফ্লোরিডার পাম বিচে।
পরিবার গঠন এবং সন্তান
বিয়ের পরপরই তারা পরিবার গঠনের ইচ্ছা প্রকাশ করেন। ২০০৬ সালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি ডায়াপার বদলানোর কাজ করব না। কিন্তু মেলানিয়া একজন অবিশ্বাস্য মা হবে।” সেই বছরই তাদের ছেলে ব্যারন উইলিয়াম ট্রাম্পের জন্ম হয়।
আরও পড়ুন: Hezbollah: লেবাননে বাড়ির সামনেই খুন হেজবোল্লার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নেতা হাম্মাদি
প্রথম লেডি হিসেবে মেলানিয়া
২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেলানিয়া ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ট্রাম্প তখন মেলানিয়াকে “অসাধারণ মা” বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি নিশ্চিত ছিলেন যে মেলানিয়া একজন অসাধারণ ফার্স্ট লেডি হবেন। ২০১৭ সালে মেলানিয়া এবং ব্যারন হোয়াইট হাউসে যান। তবে ২০২১ সালে জো বাইডেনের অভিষেকের আগে তারা পাম বিচের মার-এ-লাগোতে ফিরে যান।
বর্তমান ভূমিকা
ট্রাম্প এখন তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মেলানিয়াও আবার ফার্স্ট লেডি হিসেবে তার দায়িত্ব পালন শুরু করেছেন। ২০ বছরের বিবাহজীবনের এই যাত্রাপথে তারা একসঙ্গে বহু চ্যালেঞ্জ ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছেন।