ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার নির্বাচনে জয়ের পরেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) ফোন করলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, গত বৃহস্পতিবার ফ্লরিডায় নিজের বাসভবন থেকেই পুতিনের সঙ্গে ফোনালাপ সারেন ট্রাম্প (Donald Trump)। তখনও আমেরিকার নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে।
সূত্রের খবর, তাঁদের কথোপকথনের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ। পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন ট্রাম্প। মনে করিয়ে দিয়েছেন আমেরিকার ‘শক্তি’র কথাও। ইউরোপে আমেরিকার সেনাবাহিনী যে মজুত রয়েছে, তাদের ক্ষমতার কথা ফোনে পুতিনকে স্মরণ করিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট (Donald Trump)। এ প্রসঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা এএফপি। কিন্তু তাঁরা কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন: ফের অশান্ত পড়শি দেশ, পাল্টা কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের
আরও পড়ুন: Blast: ফের কেঁপে উঠল পাকিস্তান, কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণে মৃত কমপক্ষে ২৪
ইউক্রেন যুদ্ধ এবং তৎসংক্রান্ত জটিলতা নিয়ে পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ করার জন্য এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছেন বলে খবর। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প (Donald Trump)। রবিবার ফলপ্রকাশ সম্পূর্ণ হয়েছে। সাতটি সুইং স্টেটই ডেমোক্র্যাটদের হাত থেকে তিনি ছিনিয়ে নিয়েছেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বারের জন্য আনুষ্ঠানিক অভিষেক হবে ট্রাম্পের।