ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রাম্পের নির্দেশে আমেরিকার সেনা সর্বাধিনায়কের(General Charles Q Brown Junior) পদ থেকে সরানো হল জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে! আমেরিকার ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সেনা সর্বাধিনায়ক তিনি। ব্রাউনের পাশাপাশি আরও দুই সামরিক কর্তাকেও বরখাস্ত করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই ব্রাউন ওই পদ পেয়েছিলেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ বিরোধীরা।
সেনা সর্বাধিনায়ক বদলের কথা সমাজমাধ্যমে (General Charles Q Brown Junior)
সেনা সর্বাধিনায়ক(General Charles Q Brown Junior) বদলের কথা জানিয়ে সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন— ‘‘জেনারেল কেইন দক্ষ পাইলট, নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং যুদ্ধবাজ। তাঁর অভিজ্ঞতাও বিপুল।’’ সাধারণ ভাবে আমেরিকায় সরকার বদল হলেও সেনা সর্বাধিনায়কের মতো পেশাদার পদে পরিবর্তন ঘটানো হয় না। কিন্তু ঘটনাচক্রে ট্রাম্প সরকারের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি জেনারেল ব্রাউনের কার্যকলাপে উষ্মা প্রকাশ করে বলেছিলেন, ‘‘ওঁকে বরখাস্ত করা উচিত। কারণ, সেনায় বৈচিত্র, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির (ডিইআই) প্রতি তাঁর বেশি মনোযোগ।’’
দুই শীর্ষ সামরিক কর্মকর্তাও বরখাস্ত (General Charles Q Brown Junior)
প্রেসিডেন্ট ট্রাম্প দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাকে(General Charles Q Brown Junior) বরখাস্তের কথা ঘোষণা করার পর একইদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধানসহ আরও দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকেও বরখাস্তের কথা জানান। তারা হলেন চিফ অব নেভাল অপারেশন্স অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি ও বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল জিম স্লাইফ। হেগসেথ এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে, আমরা নতুন নেতৃত্ব স্থাপন করছি, যারা আমাদের সামরিক বাহিনীকে তার মূল লক্ষ্য—যুদ্ধ ঠেকানো, যুদ্ধে লড়াই করা ও যুদ্ধে জেতার ওপর মনোনিবেশ করবে।’।
আরও পড়ুন: Salman Rushdie: সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত আমেরিকা কোর্টে
সোশালের বার্তায় ব্রাউনের প্রশংসা
সেনা সর্বাধিনায়ক পদ থেকে ব্রাউন জুনিয়রকে সরিয়ে দেওয়ার ঘোষণার পরেই ট্রাম্প প্রশাসন জানায় যে, আমেরিকার ‘জয়েন্ট চিফস অফ স্টাফ’-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হচ্ছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইনকে (Dan Caine)। এরপরই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, “জেনারেল কেইন দক্ষ পাইলট, নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং যুদ্ধবাজ। তাঁর অভিজ্ঞতাও বিপুল।” এদিকে সোশালের বার্তায় ব্রাউনের প্রশংসাই করেছেন ট্রাম্প। “জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের পদসহ ৪০ বছর ধরে দেশের সেবা করার জন্য আমি জেনারেল চার্লস ‘সিকিউ’ ব্রাউনকে ধন্যবাদ জানাই। তিনি একজন সজ্জন মানুষ এবং অসাধারণ নেতা।আমি তার ও তার পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি,
ব্রাউন সরকারি সফরে মেক্সিকো সীমান্তে
ট্রাম্প যখন বরখাস্তের সিদ্ধান্ত নেন তখনও জেনারেল ব্রাউন সরকারি সফরে মেক্সিকো সীমান্তে ছিলেন। ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা আগেও সীমান্তে সেনাদের সঙ্গে বৈঠকের একটি ছবি ব্রাউনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়। ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ঘিরেই সীমান্তে ওই সেনাদের মোতায়েন করা হয়েছে। পোস্টে ব্রাউন লিখেছেন, “সীমান্ত নিরাপত্তা সবসময়ই আমাদের দেশের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু নিরাপত্তা নিয়ে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি…এ সময়ে সীমান্তে সেনাদের জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা নিশ্চিত করব।”
আরও পড়ুন: Donald Trump: আমেরিকান সংস্থার থেকে ডিজিটাল কর নেয় কারা? পাল্টা শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
উচ্চপর্যায়ের আরও পাঁচটি পদে নতুন মুখ
জেনারেল ব্রাউনসহ বরখাস্ত হওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন সামরিক কর্মকর্তাই দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এসব পদে নিয়োগ পেয়েছিলেন(General Charles Q Brown Junior)। এদের মধ্যে লিসা ফ্রানচেত্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে নৌবাহিনী প্রধানের দায়িত্বে এনেছিল বাইডেন প্রশাসন। শুক্রবার জেনারেল ব্রাউনকে বরখাস্তের কথা জানানোর দিনে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও জানান, তিনি হেগসেথকে সামরিক বাহিনীর ‘উচ্চপর্যায়ের আরও পাঁচটি পদের জন্য নতুন মুখ খোঁজার’ নির্দেশ দিয়েছেন।