ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নাগরিকত্বের সহজ রাস্তা, গোল্ড কার্ড আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। প্রথমদিনেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ৫ মিলিয়ন ডলার দিলে নাগরিকত্ব পাওয়া যাবে আমেরিকার। এবার ভারতীয় পড়ুয়াদের জন্যও বড় ঘোষণা করলেন। মেধাবী ভারতীয় ছাত্রদের চাকরি দেবে আমেরিকান সংস্থাগুলি। বললেন, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এই গোল্ড কার্ড কিনে ভারতীয় পড়ুয়াদের দেশে রাখতে পারে।
মেধাবীরা আমেরিকা গোল্ড কার্ড প্রকল্পে (Donald Trump)
আমেরিকায় থাকার বিষয়ে আর তাঁদের কোনও সমস্যা হবে না। সম্প্রতি যে গোল্ড কার্ড(Donald Trump) প্রকল্পের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার অধীনেই ভারতীয় ছাত্রছাত্রীরা আমেরিকায় থাকা এবং কাজ করার সুযোগ পাবেন। শুধু ভারত নয়, যে কোনও দেশের মেধাবীরাই আমেরিকায় গোল্ড কার্ড প্রকল্পের অধীনে এই সুবিধা পেতে পারবেন। এ ক্ষেত্রে আলাদা করে ভারত, জাপান এবং চিনের নাম করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: AI video of Gaza: গাজার ভবিষ্যৎ নিয়ে এআই ভিডিয়ো, ফের বিতর্কের ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প
নির্দ্বিধায় তাঁদের নিয়োগ (Donald Trump)
একটি অনুষ্ঠানে গোল্ড কার্ড সংক্রান্ত আলোচনায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের কারণে আমেরিকায় দাম পাচ্ছে না প্রকৃত মেধা। বাধ্য হয়ে আমেরিকায় পড়াশোনার পরেও তাঁদের দেশে ফিরে যেতে হচ্ছে। ইচ্ছা থাকলেও তাঁরা আমেরিকায় কাজ করতে পারছেন না। গোল্ড কার্ড প্রকল্পে এই মেধাবী ছাত্রছাত্রীরা লাভবান হবেন। আমেরিকান সংস্থাগুলি এই প্রকল্পের মাধ্যমে নির্দ্বিধায় তাঁদের নিয়োগ করতে পারবে। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা স্নাতক পাশ করেছেন, তাঁরা গোল্ড কার্ড প্রকল্পের অধীনে চাকরি পাবেন।