ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইম্পিচমেন্ট, অপরাধমূলক অভিযোগ এবং দুইটি হত্যার চেষ্টাকে পরাজিত করে সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump oath-taking)। শপথগ্রহণ অনুষ্ঠান আমেরিকার ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলাকালীন একটি ভয়াবহ ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। এটি ১৯৮৫ সালের পর থেকে কোনও প্রেসিডেন্টের জন্য সবচেয়ে শীতল আবহাওয়ায় শপথগ্রহণ হতে চলেছে।
শপথগ্রহণের আগেই ওয়াশিংটনে প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান কোথায় এবং কখন হবে তার সময়সূচি ও বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ: সময় এবং পূর্ণ সময়সূচি (Donald Trump oath-taking)
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের (Donald Trump oath-taking) থিম হল: “আমাদের এন্ড্যুরিং গণতন্ত্র: একটি সাংবিধানিক প্রতিশ্রুতি।”
শপথ গ্রহণের সময়সূচি (Donald Trump oath-taking)
১. সোমবার, ২০ জানুয়ারি (Donald Trump oath-taking), সকাল ১১:৩০ (ইএসটি) বা রাত ১০:০০ (ভারতীয় সময়) থেকে অনুষ্ঠান শুরু হবে।
২. ওয়াশিংটনের তীব্র ঠান্ডার কারণে অনুষ্ঠানটি ক্যাপিটল ভবনের রোটান্ডায় স্থানান্তরিত হয়েছে। চার দশকের মধ্যে এই প্রথম শপথগ্রহণ ওই ভবনের নকশা করা গম্বুজের নিচে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মূল আয়োজন
দিনের শুরু হবে লাফায়েট স্কয়ারের কাছে হোয়াইট হাউজ সংলগ্ন সেন্ট জনস এপিসকোপাল চার্চে প্রার্থনা দিয়ে। ট্রাম্প এবং আগত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে চায়ের জন্য সাক্ষাৎ করবেন। এটি নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী প্রথা।
নেব্রাস্কা ইউনিভার্সিটির কম্বাইন্ড কয়ারস সংগীত পরিবেশন করবে। “দ্য প্রেসিডেন্ট’স ওন” নামক সংগীত পরিবেশন করবে মার্কিন মেরিন ব্যান্ড।
আরও পড়ুন: Millitary Power: কোন দেশের ক্ষমতা কত? জানালো ‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’
অনুষ্ঠান শুরু করবেন ডেমোক্র্যাট সেনেটর অ্যামি ক্লোবুচার। এর পরে প্রার্থনা পরিচালনা করবেন নিউ ইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলান এবং রেভারেন্ড ফ্র্যাঙ্কলিন গ্রাহাম। এরপর অপেরা সঙ্গীতশিল্পী ক্রিস্টোফার ডি. ম্যাকিও “ওহ আমেরিকা!” পরিবেশন করবেন।
উপ-রাষ্ট্রপতির শপথগ্রহণ
মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানফ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জেডি ভ্যান্সকে শপথবাক্য পাঠ করাবেন। “আমেরিকা দ্য বিউটিফুল” পরিবেশন করবেন ক্যারি আন্ডারউড, আর্মড ফোর্সেস কোরাস এবং নেভাল একাডেমি গ্লি ক্লাব।
প্রেসিডেন্টের শপথগ্রহণ
ক্যাপিটল রোটান্ডায় ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এরপর “দ্য ব্যাটল হাইম অফ দ্য রিপাবলিক” পরিবেশন করবে মার্কিন নেভাল একাডেমি গ্লি ক্লাব।