ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে (Donald Trump on TikTok) শনিবার চিনা অ্যাপ টিকটক তাদের গ্রাহকদের পরিষেবা দেওয়া বন্ধ করে দেয়। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পরে টিকটক জানিয়েছে, তারা আবারও আমেরিকায় পরিষেবা চালু করবে।
টিকটক নিয়ে কি জানালেন ট্রাম্প? (Donald Trump on TikTok)
ট্রাম্প জানিয়েছেন, তার শপথগ্রহণের পর তিনি একটি সরকারি নির্দেশিকা (Donald Trump on TikTok) জারি করবেন। এর ফলে এই সময়ের মধ্যে আমেরিকায় চালু থাকবে টিকটক। কিন্তু এর দীর্ঘস্থায়ী উপায়? ট্রাম্প আরও জানিয়েছেন, টিকটকের চিনা মালিক সংস্থা বাইটডান্স যদি কোনও আমেরিকান কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে মালিকানা গড়ে অ্যাপটি তাদের হাতে তুলে দেয়, তবে আইনি বাধাও কেটে যাবে এবং উঠে যাবে নিষেধাজ্ঞা।
টিকটকে নেই নিষেধাজ্ঞা? (Donald Trump on TikTok)
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এর আগেই টিকটককে (Donald Trump on TikTok) জাতীয় নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল। তারা একটি আইন পাস করেছে, যার মাধ্যমে যাতে টিকটককে বিক্রি করতে বাধ্য হতে হয়। বাইডেন প্রশাসন টিকটকের চিনা মালিকদের রবিবার পর্যন্ত সময় দিয়েছিল, যাতে তারা অ্যাপটি আমেরিকান সংস্থার হাতে বিক্রি করতে পারে। কিন্তু, শনিবার থেকে আমেরিকায় টিকটক গ্রাহকরা যখন অ্যাপটি খুলতে চেষ্টা করেন, তখন তারা একটি সতর্কীকরণ বার্তা পান, যাতে বলা হয় যে, “টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমেরিকায় আইন পাস হওয়ার ফলে এখন টিকটক ব্যবহার করা সম্ভব নয়।”
বাইডেন বনাম ট্রাম্প
এদিকে, বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের মাধ্যমে বহাল রাখা হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, টিকটক এবং আমেরিকান সংস্থার মধ্যে যৌথ উদ্যোগ গঠনের মাধ্যমে এই পরিস্থিতি সমাধান করা সম্ভব হবে।
কী বলছেন এলন মাস্ক?
টিকটকের ভবিষ্যত নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে, বিশ্বের অন্যতম শীর্ষ সোশ্যাল মিডিয়া এক্সের (পূর্বে টুইটার) নিয়ন্ত্রক ইলন মাস্কও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি টিকটক নিষিদ্ধ করার বিরোধী এবং বিশ্বাস করেন যে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হতে পারে।
বর্তমানে টিকটকের পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হলেও ট্রাম্পের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরে এসেছে আমেরিকার টিকটক ব্যবহারকারীদের মধ্যে।