ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের পদে শপথ নেবার সময় ক্যাপিটল রোটুন্ডারের (Donald Trump Speech) মঞ্চ থেকে লস অ্যাঞ্জেলেসের দাবানল সম্পর্কে কথা বললেন ট্রাম্প। আমেরিকার বর্তমান অবস্থার কথা তুলে ধরে বাইডেন সরকারের দিকে ছুঁড়লেন কটাক্ষের তীর।
দাবানল প্রসঙ্গে সতর্ক ট্রাম্প (Donald Trump Speech)
শপথ নেওয়ার পরে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ডট্রাম্প (Donald Trump Speech) বলেছেন, “সম্প্রতি লস অ্যাঞ্জেলেস, আমরা মর্মান্তিকভাবে দাবানলের সম্মুখীন হয়েছি। এখনও সেখানে আগুন জ্বলছে। এক সপ্তাহ ধরে সেখানে অগ্নিযজ্ঞ চলছে। পুড়ে ছাই হয়ে গেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাড়ি। আমাদের দেশের কিছু ধনী এবং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, যাদের মধ্যে কেউ কেউ এই মুহূর্তে এখানে বসে আছেন, তাদের আর বাড়ি নেই। এই বিষয়টা মজার হলেও, দিনের পর দিন এটা কিন্তু আমরা ঘটতে দিতে পারি না।”
আমেরিকার দুরাবস্থা? (Donald Trump Speech)
বাইডেন সরকারকে কটাক্ষ (Donald Trump Speech) করে বলেছেন, “আমাদের একটি জনস্বাস্থ্য ব্যবস্থা ছিল যা দুর্যোগের সময় পরিষেবা সরবরাহ করত না। তবুও এই ব্যবস্থায় বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি অর্থ ব্যয় করা হয়। এছাড়া আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা ছিল যার কথা উঠে এলে আমাদের শিক্ষকরা ও শিশুরা অনেক ক্ষেত্রেই লজ্জা পায়। এই দেশের আগের সরকার আমাদের দেশকে ঘৃণা করার অনেক কারণ তৈরী করে দিয়ে গেছে। তবে আমি কথা দিচ্ছি এই সব আজ থেকে পরিবর্তিত হবে এবং খুব দ্রুত পরিবর্তিত হবে।”
মূল্যবৃদ্ধি (Donald Trump Speech)
এই সম্পর্কে ট্রাম্প বলেছেন, “মূল্যস্ফীতি সংকট ব্যাপকভাবে প্রকট (Donald Trump Speech) হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত ব্যয় এবং নানান শক্তির দাম বৃদ্ধির কারণে দেশে মূল্যবৃদ্ধি হয়েছিল। আর সেই কারণেই আজ আমি একটি জাতীয় জ্বালানি জরুরি অবস্থার ঘোষণা করব। আমরা করবোই।”
দক্ষ সেনাবাহিনী গঠনের নির্দেশ
মার্কিন মুলুকের রাষ্ট্রপতি এই প্রসঙ্গে বলেছেন, “আমরা আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলব। আমরা আমাদের সাফল্য পরিমাপ করব। শুধুমাত্র আমরা যে যুদ্ধে জিতেছি তা নয়, যেই যুদ্ধগুলোতে হেরে গিয়েছি, তারও পর্যালোচনা করবো। ভবিষ্যতে আমরা গাল্ফ অফ মেক্সিকোর নাম বদলে গাল্ফ অফ আমেরিকার নামে নাম রাখবো।”
আরও পড়ুন: Donald Trump on TikTok Issue: শপথ-মঞ্চ থেকেই চিনকে কড়া বার্তা, শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
আমেরিকায় ফিরছে সুদিন?
ট্রাম্প জাতীয় স্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কাগজ-কলমে সই সাবুদ করে, বিষয়টিকে নিশ্চিতও করেছেন তিনি। ট্রাম্পের আরও একটি নির্দেশে বলা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম আর চলবে না, সরকারি কর্মীদের সবাইকে অফিসে এসেই কাজ করতে হবে।