ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাদেবের আরাধনা করার জন্য সারা বছরের মধ্যে মহাশিবরাত্রি(Mahashivratri) সবচেয়ে উপযুক্ত দিন। শিবভক্তরা এ দিন উপবাস রেখে ও সারা রাত জেগে মহাদেবের আরাধনা করে থাকেন। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই বছর মহাশিবরাত্রি পড়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি। মনে করা হয়, এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব ও পার্বতী। জানেন কি কয়েকটি এমন জিনিস আছে যা শিবলিঙ্গতে একদমই দেওয়া ঠিক নয়। এইসব জিনিস দিলে মহাদেবের রোষের মুখে পড়তে পারেন আপনি। জেনে নিন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কোন কোন জিনিস ভুলেও দেবেন না।
নারকেলের জল (Mahashivratri)
ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রিতে(Mahashivratri) শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল দেবেন না। নারকেলকে বলা হয় শ্রীফল, নারকেলে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। তাই মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই।

হলুদ (Mahashivratri)
যে কোনও শুভ মাঙ্গলিক কাজে হলুদের ব্যবহার শুভ বলে মনে করা হয়। কারণ হলুদ হল শুদ্ধতার প্রতীক। কিন্তু মহাশিবরাত্রিতে(Mahashivratri) শিবলিঙ্গে হলুদ নিবেদন করবেন না।

আরও পড়ুন: Mirror Vastu Tips: বাড়ির কোন দিকে রাখবেন কেমন আয়না? কী বলছে বাস্তুশাস্ত্র?
কুমকুম
ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবলিঙ্গে কুমকুম নিবেদন করতে নেই। কুমকুম হল মহিলাদের শৃঙ্গারের উপকরণ। তাই পৌরুষের প্রতীক মহাদেবকে ভুলেও কুমকুম নিবেদন করবেন না।

ভাঙা চাল
যদিও শিবপুজোয় চালের বিশেষ গুরুত্ব রয়েছে, কিন্তু তা অখণ্ড চাল হতে হবে। ভুলেও ভাঙা চাল দিয়ে মহাশিবরাত্রির(Mahashivratri) পুজো করবেন না। ভাঙা চাল কোনও পুজোতেই ব্যবহার করতে নেই।

আরও পড়ুন: Salt And Cloves Vastu Tips: সংসারে উপচে পড়বে সুখ শান্তি, জানুন লবণ ও লবঙ্গের টোটকা
তুলসী
হিন্দুধর্মে তুলসী পাতা অত্যন্ত পবিত্র। প্রায় সব পুজোতেই তুলসী পাতা লাগে। তবে মহাশিবরাত্রিতে মহাশিবলিঙ্গে তুলসী পাতা ভুলেও দেবেন না। পুরাণ অনুসারে তুলসীর স্বামী জলন্ধরকে বধ করেছিলেন মহাদেব। আবার তুলসী গাছ মা লক্ষ্মীর রূপ বলেও মনে করা হয়। তাই শিবপুজোয় তুলসী পাতা দিতে নেই।

দুধ ও গঙ্গাজল একসাথে মিশিয়ে
মহাদেবকে দুধ দিয়ে আগে স্নান করান তারপর গঙ্গাজল দিয়ে স্নান করান। অনেকে একসাথে দুধ ও গঙ্গাজল মিশিয়ে ঢেলে দেন শিব লিঙ্গে। কিন্তু ভুলেও দুধ ও গঙ্গাজল একসাথে মিশিয়ে স্নান করাবেন না মহাদেবকে। তাহলে ভীষণ রুষ্ট হতে পারেন মহাদেব।
