ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসছে মহাশিবরাত্রি (Mahashivratri 2025)। শিব ভক্তদের বহু আকাঙ্ক্ষিত এই বিশেষ দিন। হিন্দুধর্ম অনুসারে মহাদেব ও পার্বতীর বিয়ের তিথি হল মহাশিবরাত্রি। আবার অন্য একটি বিশ্বাস অনুসারে এই দিনই তাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেব। এই দিনে মহাদেবের আরাধনা করার রীতি প্রচলিত আছে। বছরে ১২ মাসে ১২টি শিবরাত্রি পালিত হয়। প্রতি মাসের এই সব শিবরাত্রি তিথি মাসিক শিবরাত্রি নামে পরিচিত। আর ফাল্গুন মাসের শিবরাত্রি হল মহাশিবরাত্রি। সারা বছরে মহাদেবের আরাধনা করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত দিন। এই বছর আগামী ২৬ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। জানুন এই দিনে কী ভাবে মহাদেবের আরাধনা করবেন এবং কী করবেন আর কী করবেন না।
সারা দেশ জুড়ে মহাশিবরাত্রি (Mahashivratri 2025)
গোটা দেশেই মহাশিবরাত্রি(Mahashivratri 2025) পালন করা হয়। আমাদের রাজ্যের সব জেলায় শিব মন্দিরগুলোই দেখার মোট ভিড় হয় এইদিন। সারা রাত জেগে ভক্তরা জল ঢালে শিবের মাথায়। আমাদের রাজ্য ছাড়াও উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, বিহার, কর্নাটক, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সর্বত্র উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয় মহাশিবরাত্রি। শিব মন্দিরগুলিতে থাকে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়।
একদিন আগেই উপবাসের সংকল্প (Mahashivratri 2025)
মহাশিবরাত্রির(Mahashivratri 2025) ব্রত পালন করলে একদিন আগেই উপবাসের সংকল্প নিন। মহাশিবরাত্রির আগের দিন সকালে স্নান সেরে শিব পুজোর সময় উপবাসের সংকল্প নিন। হাতে সামান্য চাল ও জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয়। মহাশিবরাত্রিতে ব্রাহ্মমুহূর্তেই বিছানা ছাড়ুন। সূর্যোদয়ের আগেই সেই দিন ঘুম থেকে উঠে পড়া জরুরি। উপবাসের দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। সাদা রঙের কাপড় পরা সবচেয়ে শুভ। মহাশিবরাত্রিতে সারাদিনে যতবার সম্ভব ‘ওম নমহঃ শিবায়’ জপ করুন।

আরও পড়ুন: Mahashivratri 2025: জানুন মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়, মন্ত্র ও পদ্ধতি
পরের দিন সূর্যোদয়ের পরে উপবাস ভঙ্গ
যেহেতু শিবরাত্রির(Mahashivratri 2025) পুজো রাত্রিবেলা করা হয়, তাই সন্ধেবেলা পুজোয় বসার আগে আর একবার স্নান করে নিন। পরের দিন সকালে স্নান সেরে তবেই উপবাস ভঙ্গ করবেন। মহাশিবরাত্রির উপবাস বেশ কঠিন। শিবলিঙ্গে দুধ, ধুতরো ফুল, বেলপাতা, চন্দন লেপা, দই, মধু, ঘি ও চিনি নিবেদন করুন। পরের দিন সূর্যোদয়ের পরে এবং চতুর্দশী তিথি অবসানের মাঝামাঝি কোনও সময়ে উপবাস ভঙ্গ করতে পারেন। তাই যাঁদের কোনও অসুখ আছে বা শরীর খুব একটা ভালো নেই, তাঁরা মহাশিবরাত্রির ব্রত পালনের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নিন। অসুস্থ ব্যক্তিরা জোর করে ব্রত করতে যাবেন না।
কোনও আমিষ খাবার নয়
মহাশিবরাত্রিতে আপনি যদি উপবাস না রাখেন, তাহলেও চাল, গম বা ডাল জাতীয় কোনও খাবার এই দিন খাবেন না। কোনও আমিষ খাবার মহাশিবরাত্রিতে ভুলেও খাবেন না। পেঁয়াজ রসুন থেকেও এ দিন দূরে থাকুন। শিবলিঙ্গে নারকেলের জল, তুলসী পাতা, হলুদ, সিঁদুর নিবেদন করবেন না। তাতে মহাদেবের কোপে পড়তে পারেন আপনি।