ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের কলকাতায় মিলবে না পানীয় জল। ১৮ জানুয়ারি জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতায় (South Kolkata)। টালা, পলতার পর এবার গার্ডেনরিচে জল সরবরাহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা (Kolkata corporation)। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, আগামী ১৮ জানুয়ারি, শনিবার সকাল ন’টা থেকে সারাদিন জল সরবরাহ (Drinking water supply) বন্ধ থাকবে। পানীয় জল সরবরাহ ফের চালু হবে পরদিন সকাল ছ’টা থেকে।
কোথায় বন্ধ থাকবে জল সরবরাহ? (Drinking water supply)
শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, পানীয় জল সরবরাহ কেন্দ্রের জরুরি মেরামতির জন্য দক্ষিণ কলকাতার (South Kolkata) একাংশে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী শনিবার সকাল থেকে জল মিলবে না কালীঘাট, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া এবং মেটিয়াবুরুজ এলাকায়। ঠাকুরপুকুর, জোকা, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, কসবা-সহ গোটা দক্ষিণ কলকাতা-সহ সংযুক্ত এলাকার প্রায় সব ওয়ার্ডেই বন্ধ থাকবে পানীয় জলের সরবরাহ। যেহেতু, গার্ডেনরিচের জল সরবরাহ (Drinking water supply) হয়, তাই বজবজ-মহেশতলা পুরসভা অঞ্চলের বিভিন্ন জায়গায় জল সরবরাহ বিঘ্নিত হবে। পিজি হাসপাতাল, পিটিএসের পর থেকে গোটা দক্ষিণ কলকাতা-সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। চালু হবে পরদিন সকাল ৬টা থেকে।
আরও পড়ুন: RG Kar Case: আরজি কর ধর্ষণ-খুনের বিচার শেষ, ১৮ জানুয়ারি মামলার রায় ঘোষণা
আরও পড়ুন: Sourav Ganguly: ১ টাকা লিজে জমি নিতে পারবেন না সৌরভ, রাজ্যকে কড়া নির্দেশ আদালতের
১৮ জানুয়ারি অর্থাৎ শনিবার সকালের পর গার্ডেনরিচ জলপ্রকল্প ও তার আওতাভুক্ত একাধিক পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশন (Kolkata) থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে খবর, সরাসরি গঙ্গা থেকে জল তুলে পরিস্রুত করে জলাধার থেকে সরবরাহ (Drinking water supply) করা হয়। পলতার একটি বিশেষ সুবিধা আছে। উজানে থাকার জন্য গঙ্গার জলে পলি কম পড়ে। কিন্তু গার্ডেনরিচে সেই সুবিধা নেই। তাই অপরিস্রুত জল বেশি সময় রাখা যায় না। পাইপলাইন, ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনে ও বুস্টার পাম্পিং স্টেশনে মেরামত দরকার। ৪০টি জায়গায় মেরামত করতে হবে।