ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ১৪৪ বছর পর প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভে মহাযোগে পুণ্যস্নানের হিড়িক, প্রতিদিন সঙ্গমে ডুব দিচ্ছেন কোটি কোটি পুণ্য়ার্থী (Maha Kumbha 2025)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহের (Amit Shah) পর মহাকুম্ভের ২৯ তম দিনে এবার ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। কুম্ভের সময় সঙ্গমে স্নান করা দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন মুর্মু ৷ ৭১ বছর পর দেশের কোনও রাষ্ট্রপতি ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে স্নান করলেন। এর আগে ১৯৫৪ সালে দেশে আয়োজিত প্রথম কুম্ভে পুণ্যস্নান করেছিলেন দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত যোগীর (Maha Kumbha 2025)
রবিবার রাতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তারপর তাঁরাই তাঁকে ত্রিবেণী সঙ্গম নিয়ে যান(Maha Kumbha 2025)।
রাষ্ট্রপতির সঙ্গমস্নান ঘিরে কড়া নিরাপত্তা (Maha Kumbha 2025)
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার প্রায় সপ্তাহখানেক পর প্রয়াগরাজ গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার ভোরেই ত্রিবেণী সঙ্গমে (Maha Kumbha 2025) পৌঁছন রাষ্ট্রপতি। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে ছিলেন একাধিক নিরাপত্তারক্ষী। রাষ্ট্রপতি যখন পুণ্যস্থান করছেন, সেই সময় ভাসমান জেটি থেকে পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। ভাসমান জেটি থেকে নেমে আসা সিঁড়ি বেয়ে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমস্থলে নামেন রাষ্ট্রপতি। নিরাপত্তারক্ষীরা দড়ি দিয়ে স্থানের জায়গাটি ঘিরে দেন। তাঁদের বেষ্টনীতেই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সংযোগস্থলে ডুব দেন দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন : ভারতে প্রতিরক্ষা শিল্পের প্রসারে বিশ্বজুড়ে সংস্থাগুলিকে আহ্বান প্রতিরক্ষা মন্ত্রীর
দ্রৌপদীর গঙ্গা আরতি
ত্রিবেণী সঙ্গমে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গঙ্গায় স্নান করার পর পুজোও করেন ৷ পুণ্যস্নানের পর সূর্যদেবের প্রার্থনা করতেও দেখা যায় তাঁকে। একই সঙ্গে মা গঙ্গার উদ্দেশে নারকেল এবং বস্ত্রও নিবেদন করেন তিনি৷ এ ছাড়াও বৈদিক মন্ত্র পাঠ করেরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুজো করেন। পরে গঙ্গা আরতিও করতে দেখা যায় তাঁকে।এই সময়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজ মহাকুম্ভে প্রায় 8 ঘণ্টা ছিলেন। সঙ্গমেস্নান করার পর, তিনি বড় হনুমান মন্দির এবং অক্ষয় বট মন্দিরও পরিদর্শন করেন।
আরও পড়ুন : বেঙ্গালুরুতে শুরু হল দ্বিবার্ষিক এয়ারো ইন্ডিয়া আন্তর্জাতিক সেমিনার ২০২৫
বিগত কয়েক দিনে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটে গেছে। অগ্নিকাণ্ড থেকে শুরু করে পদপিষ্টের ঘটনায় একাধিকজনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই কুম্ভে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়িতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতির প্রয়াগরাজ পরিদর্শন নিয়ে যথেষ্ট তৎপর ছিল উত্তরপ্রদেশ প্রশাসন।