Last Updated on [modified_date_only] by
কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: যেখানে প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। উৎসবের মেজাজ দিকে দিকে। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। সাবেকিয়ানা থেকে থিমের টক্করে ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। চারিদিকে ঢাকের আওয়াজ, গ্রাম্য বাড়িগুলিতে নারকেলের নাড়ু, চাল ভাজা, খই মুরকি, সিরিনাড়ুর গন্ধে মাতোয়ারা ক্ষুদে থেকে বড়রা সকলে। নতুন জামা কাপড় পরে পুজো মণ্ডপে যাওয়ার আনন্দ উচ্ছ্বাস যেখানে তুঙ্গে, সেখানে বাংলার একটি গ্রামে হয় না কোনও দুর্গাপুজো। এমনই একটি গ্রাম হল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বেরুগ্রাম অঞ্চলের শিবরামবাটি গ্রাম।
শিবরামবাটি গ্রামে হয় না দুর্গাপুজো। এই গ্রামের প্রধান পুজো হল মনসা পুজো। কার্তিক মাস জুড়ে বিভিন্ন গ্রামে উৎসবের একটা হইহুল্লোড়ের বাতা বরণ থাকলেও, শিবরামবাটি গ্রাম যেন থমথমে পরিবেশে আবহমান! পুজো দেখার ইচ্ছা থাকলেও এই গ্রামের মানুষজনদের যেতে হয় পার্শ্ববর্তী কোনও গ্রামে। শিবরামবাটি গ্রামে আর্থিক কষ্ট তো রয়েছেই, তারপর বেঁচে থাকার তাগিদে হাড়ভাঙ্গা খাটুনি, তাই আর্থিক অনটন ও দুর্গা পুজো না হওয়ার একটা অন্যতম কারণ বলে জানান এখানকার গ্রামবাসীরা।
আরও পড়ুন: https://tribetv.in/chetla-agrani-club-durga-puja-theme-ganges-pollution/
মহাষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী ঘিরে যেখানে কচিকাঁচারা নতুন জামা কাপড় পরে উৎসবে মাতোয়ারা। কোনও ঠাকুরদালানে বা পুজো মণ্ডপে আনন্দে আত্মহারা হয়ে ওঠায় ব্যস্ত। সেখানে এই গ্রামের খুদেরা কোনও নির্জন আটচালায় গেম খেলায় মত্ত, গেম খেলাই হয়ত তাদের ভুলিয়ে রেখেছে দুর্গাপুজোর আনন্দকে!