ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হঠাৎই বসু পরিবার ধারাবাহিক থেকে সরে গেলেন শ্রীমা। সদ্য শুরু হওয়া ধারাবাহিকের হঠাৎই হয়ে গেল অভিনেত্রীর মুখ বদল। চলতি বছরের জুলাই মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটি। এস ভি এফ প্রোডাকশন হাউসের তরফ থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকটি চলছে সান বাংলাতে।
এই ধারাবাহিক এ হঠাৎ এই মুখ্য চরিত্র এর মুখ বদল হয়ে গেলো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র দেখা যাচ্ছিল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য্যকে। এই ধারাবাহিক এ শ্রীমা ভট্টাচার্যের সাথে জুটি বেঁধেছিলেন অভিনেতা সৌরজিত। এর আগে শ্রীমাকে দেখা গেছিল গাঁটছড়া ধারাবাহীকে এবং সৌরজিৎকে দেখা গিয়েছিল সন্ধ্যা তারা ধারাবাহিকে। বসু পরিবার ধারাবাহিকের সৌরজিত ও শ্রীমার জুটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল।
হঠাৎই দেখা গেল অভিনেত্রীর মুখবদল হতে। ১০ অক্টোবর সকালে বসু পরিবার ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা সৌরজিৎ তার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন এবং তাতে লেখেন ‘আলাপ করে নিন নতুন নীলার সাথে।’ এই ছবিতে তার পাশে কিন্তু শ্রীমাকে দেখা যায়নি। বরং দেখা মিলেছে এক নতুন অভিনেত্রীর।
আরও পড়ুন: https://tribetv.in/film-tekka-was-released-at-the-beginning-of-the-puja/
এই নতুন অভিনেত্রী আর কেউ নয় সবার প্রিয় সম্পূর্না। বেশ কয়েক বছর বাদেই সম্পূর্ণা আবার মুখ্য চরিত্রে কোনও ধারাবাহিকে ফিরছেন। কিন্তু শ্রীমা হঠাৎ এই সিরিয়াল ছাড়লেন কেন? এই প্রশ্নের সেভাবে সঠিক উত্তর পাওয়া না গেলেও সূত্রের মারফত জানা যায় কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন শ্রীমা। সেই চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি অভিনেত্রী। তাই বসু পরিবার সিরিয়ালে নতুন নীলা হিসেবে যোগ দিলেন অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল।