ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য দিল্লি রওনা হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খন্ডের দেওঘরে আটকে পড়ল প্রধানমন্ত্রীর বিমান। ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচার সেরে ফিরছিলেন দিল্লিতে।
শুক্রবার আদিবাসী নেতা বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী। এই দিনটি জনজাতি গৌরব দিবস হিসাবে উদ্যাপিত হয়। আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দু’টি জনসভা করে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রচার শেষে দেওঘর থেকে বিমানে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমান ওড়েনি। আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কী কারণে যান্ত্রিক গোলযোগ, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরে পৌঁছলেও, তড়িঘড়ি তাঁর বিমান অবতরণ করানো হয়। বর্তমানে বিমানের পরীক্ষা করা হচ্ছে। কাজ করছে টেকনিক্যাল টিম। বিমান সারাই হলে, তারপরই উড়বে। বিকেলের মধ্যেই দিল্লিতে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হচ্ছে ফিরতে।
আরও পড়ুন: https://tribetv.in/karnataka-wine-merchants-call-for-bandh-on-november-20/
অন্যদিকে, ঝাড়খণ্ডেই দীর্ঘক্ষণ আটকে ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারও। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় প্রায় দুই ঘণ্টা আটকে থাকে রাহুল গান্ধীর কপ্টার। যদিও রাহুল গান্ধীর কপ্টার নামতে না দেওয়ায় বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেছে কংগ্রেস।