ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মণিপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের। মণিপুরে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মণিপুরে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আরও ৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। এদিকে সোমবার সন্ধ্যায় ফের গুলি চলল মণিপুরে। জনজাতিদের হামলা, মারধরের ঘটনায় মেইতিদের মৃত্যু ঘিরে আগে থেকেই উত্তপ্ত ছিলো মণিপুর। এবার সেই ঘটনা নিয়ে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন এক মেইতি যুবক।
জানা গিয়েছে, মৃতের নাম হৈতম্বী সিংহ। অসমের কাছাড় থেকে তার দেহ উদ্ধার হয়েছে। আর দেহ উদ্ধারের ঘটনার পর থেকেই আরও উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সোমবারই মণিপুর নিয়ে ফের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরই উত্তর-পূর্বের এই রাজ্যের জন্য অতিরিক্ত আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে সোমবার রাতে জিরিবামে বিজেপি, কংগ্রেস সহ একাধিক দফতরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আরও জানা গিয়েছে, পুলিশকর্তারা যে অতিথিশালায় থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানেও হামলা চালায় মেইতিরা।
আরও পড়ুন:https://tribetv.in/due-to-unpleasant-incident-happend-in-manipur-opponent-targets-cm-n-biren-singh/
আরও পড়ুন: https://tribetv.in/people-facing-trouble-due-air-quality-index-level-too-lower-in-delhi-areas/
উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপরই নিখোঁজ হয়ে যায় ৮ মাসের শিশু সহ ৬ জন। অভিযোগ উঠেছিল অপহরণের। শুক্রবার মণিপুরের একটি নদী থেকে তাদের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যজুড়ে নতুন করে অশান্তি শুরু হয়। শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাড়িতে হামলা করে ক্ষিপ্ত জনতা। এরপরই তড়িঘড়ি প্রশাসনের তরফে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়। রাজ্যের ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।