ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের। গণইস্তফা আর জি কর হাসপাতালের বিভিন্ন বিভাগের ৫০ জন ডাক্তারের। এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন বলে খবর। জুনিয়রদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এসএসকেএম, এনআরএস-সহ একাধিক মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও একই পথে হাঁটতে পারেন বলে খবর।
এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা। পুজোর মধ্যেই আরজি কর হাসপাতালে গণ ইস্তফার বন্যা অন্তত ৫০ জন চিকিৎসক অধ্যাপকের। বিভিন্ন বিভাগ থেকে ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসকরা। সব মিলিয়ে একেবারে চরমে প্রশাসন বনাম আরজি কর দ্বন্ধ।
আরও পড়ুন: https://tribetv.in/miscreants-allegedly-attacks-bjp-leader-arjun-singh-today-morning/
অন্যদিকে, কর্মবিরতি তুলে নিলেও এখনও চলছে অনশন। পঞ্চমীতেও ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের বিচার, রাজ্যের সব মেডিক্যাল হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ একাধিক দাবি জানিয়ে গত একমাসেরও বেশি সময় ধরে চলছে তাঁদের এই আন্দোলন। তবে হাসপাতালগুলিতে CCTV লাগানোর কাজ প্রায় শেষ। সুরক্ষা ব্যবস্থায় কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। আন্দোলনকারী চিকিৎসকদের এবার দ্রুত কাজে ফেরার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
আরও পড়ুন: https://tribetv.in/two-teens-enter-delhi-hospital-under-pretext-of-injury-shoot-doctor/
এদিকে আরজি করে জুনিয়র চিকিৎসকদের গণইস্তফার পরই তড়িঘড়ি স্বাস্থ্যসচিব নারায়নস্বরূপ নিগমকে নবান্নে ডাক মুখ্যসচিবের। ৫০ জন অধ্যাপক চিকিৎসকের গণ ইস্তফা নিয়ে বৈঠক করতে স্বাস্থ্যসচিবকে নবান্নে তলব বলেই মনে করছে রাজনৈতিক মহল।