ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম শুরু হতে না হতেই অশান্ত বারাকপুর। শুক্রবার সাতসকালে জগদ্দলে বোমাবাজি। বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ।
বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন সকালে অর্জুন সিং নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোম চালায় দুস্কৃতীরা। যদিও ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে।
বিজেপি নেতা অর্জুন সিং স্পষ্ট অভিযোগ করেছেন যে, দুস্কৃতীদের মূল টার্গেটই ছিলেন তিনি। প্রাক্তন সাংসদ বলেছেন, আমাকে মেরে দেওয়ার চক্রান্ত ছিল। তা ব্যর্থ হয়েছে। তবে আমার পায়ে বোমার আঘাত লেগেছে। বেশ বড় একটা স্প্লিন্টার আমার হাঁটুর নীচে এসে লাগে। রক্তও বেরিয়েছে। তবে আঘাত খুব গুরুতর নয়।” অর্জুন সিং আরও জানিয়েছেন, তাঁর কাছে ভিডিয়োও রয়েছে, পুলিশের সামনেই কীভাবে হামলা চালানো হয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/nadia-boy-ishan-biswas-got-national-book-of-records-prize/
যদিও এই ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ”আমি তো শুনেছি অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে নিজে এলোপাথারি গুলি চালাচ্ছেন, বোমা মারছেন। ওঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।
এখন বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ঝগরা করছেন। নিজে হাতে গুলি চালাচ্ছেন। ময়দানে নেমে গুলি চালালে তো অনেক সময় নিজেরও গুলি লেগে যায়।” যদিও ঘটনায় মূল অভিযুক্তদের শনাক্ত করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও।