ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আধো আধো বুলিতে মাত্র তিন মিনিটে ১৭৬টি ইংরেজি শব্দের মানে ও ৫০টি দেশের নাম বলে তিন বছরের একরত্তি ছেলে এনে দিলো ন্যাশনাল বুক অব রেকর্ডের খেতাব। তিন বছরের বিস্ময় বালকের খোঁজ পেল বাদকুল্লা উন্মুক্ত ফাউন্ডেশন। নদীয়ার বাদকুল্লায় এই প্রথম। বাদকুল্লা উন্মুক্ত ফাউন্ডেশন সারা বছর ধরে তাদের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও মেধাবী ছাত্রদের উৎসাহ দেওয়ার কর্মকাণ্ড করে চলে।
শুক্রবার উম্মুক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা পরীক্ষার প্রচারের লক্ষ্যে বাড়ি বাড়ি প্রচার কার্য চালাচ্ছিলেন অন্যতম সদস্য তারক মন্ডল, মানবেন্দ্র শিকদার, রজত দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাদকুল্লার খামারশিমুলিয়া গ্রামে তারা তিন বছরের একটি বিস্ময় বালকের সন্ধান পান।
আরও পড়ুন: https://tribetv.in/know-the-health-benefits-of-green-coconut-water-to-boost-your-immune-system/
ঈশান বিশ্বাস নামে শিশুটি ইতিমধ্যে বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করতে চলেছে। শিশুটি তিন মিনিটে ১৭৬ টি ইংরেজি শব্দের অনুবাদ করেছে ও ৫০টি দেশের রাজধানীর নাম পরপর বলতে পারছে। ঈশানের বাবা প্রসেন বিশ্বাস ও মা ঝুমা বিশ্বাসের ইচ্ছা, স্মৃতি শক্তির জন্য ওর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তোলা।
আরও পড়ুন: https://tribetv.in/tollywood-actress-rupsha-chatterjee-to-get-married-shayandeep-on-today/
এই বিষয়ে স্কুল ইন্সপেক্টর তারক মন্ডল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা করা হবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা। বাদকুল্লা থেকে যদি কারও নাম রেকর্ড বুকে ওঠে, সেটা সত্যিই এলাকাবাসীর কাছে গর্বের বিষয় হবে। শিক্ষক মানবেন্দ্র শিকদার জানান, ঈশানের যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় উন্মুক্ত ফাউন্ডেশন সাধ্যমত সহযোগিতা করবে।