ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এমনটা আশা করা যায়নি। মাত্র আড়াই মাসে শেষ হল পথ চলা (Duggamoni O Bagh Mama)। আর জি বাংলার (Zee Bangla) পর্দায় দেখা যাবে না দুগ্গামণির সাথে বাঘমামার কেমিস্ট্রি। দর্শক অনেক আশা নিয়ে বসে ছিল এই ভেবে যে, ছোট পর্দায় মানালির (Manali Dey) পুনরায় কামব্যাক মানে ধারাবাহিক আবার হিট হবে। তবে দুর্ভাগ্যের বিষয় ধারাবাহিকটি বেশি দিন চলল না। স্লটের সময়ের কারণে হতে পারে, আবার গল্পের কারণেও হতে পারে। তবে ধারাবাহিকটি যে দর্শকদের মনে একটা পোক্ত জায়গা করে নিয়েছিল তা বলাই বাহুল্য। ছোট্ট রাধিকার অভিনয় কিংবা রাহুল দেব বোস (Rahul Deb Bose) থেকে শুরু করে মানালি দে, টিমের প্রত্যেকের অভিনয় ছিল অনবদ্য। ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গেল। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রাধিকার অভিনয় (Duggamoni O Bagh Mama)
‘দুগ্গামণি ও বাঘমামা’ (Duggamoni O Bagh Mama) চলাকালীন ধারাবাহিকটি ছিল বর্তমানে চলা ধারাবাহিকের মধ্যে একেবারেই আলাদা। এখানে দেখানো হয়েছিল মা ও মেয়ের মিষ্টি বন্ধনের কাহিনি। মেয়েকে ছাড়া এক মায়ের করুণ আর্তনাদ। শিশু শিল্পী হিসাবে রাধিকাকে এই আগেও ধারাবাহিকে দেখা গিয়েছে। ধারাবাহিকে তার অভিনয় ছিল যথেষ্ট নজরকাড়া। বাবার ভূমিকায় ছিলেন রাহুল দেব বোস। মায়ের ভূমিকায় মানালি দে।
মা-মেয়ের মিষ্টি কাহিনি (Duggamoni O Bagh Mama)
‘দুগ্গামণি ও বাঘমামা’ (Duggamoni O Bagh Mama) ধারাবাহিকে ফুটে উঠেছিল মা ও মেয়ের মিষ্টি কাহিনি। যা দেখতে পছন্দ করতেন দর্শকরা। কিন্তু টিআরপিতে তেমন সাড়া ফেলতে পারেনি। টলিপাড়ার অন্দরের জল্পনা বলছে , তলানিতে টিআরপি থাকায় তড়িঘড়ি শেষ করতে হল ধারাবাহিক।
আরও পড়ুন: Nusraat Faria: কারাগারে বিখ্যাত অভিনেত্রী নুসরাত, কোন দোষে এমন সাজা?
ধারাবাহিক বন্ধ হওয়ার কারণ
আসলে খুব বেশি দিন ধরে বাংলা সিরিয়াল সম্প্রচার হওয়ার দিন শেষ হয়ে হয়েছে। যে ধারাবাহিকের টিআরপি কম থাকে , সেই ধারাবাহিক বেশিদিন রাখা হয় না। হয়ত সেই কারণেই শুরু হওয়ার কিছু মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল এই ধারাবাহিকটিও। যদিও সেই তালিকায় এখনও ব্যতিক্রম ভাবে টিকে রয়েছে অনুরাগের ছোঁয়া, ফুলকি, জগদ্ধাত্রীর মতো ধারাবাহিকগুলি। গত মার্চ মাসে শুরু হয়েছিল ‘দুগ্গামণি ও বাঘমামা’।
জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে
‘দুগ্গমণি ও বাঘমামা’ ধারাবাহিকে মানালি এবং রাহুলের অভিনয় ছিল অসামান্য। কিন্তু জনপ্রিয়তার নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল। তাই মাঝে শোনা গিয়েছিল হয়ত বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিলেন প্রেয়সী। অনেকেই ভেবেছিলেন, হয়ত আরও বেশ কিছুদিন চলবে ধারাবাহিকটি। গল্পে নানা রকম চমক আনাও হয়েছিল। কিন্তু তাতেও অনুরাগীদের মন পেল না।
আরও পড়ুন: Darshoo: টলি তারকাদের হাত ধরে হাজির ‘দরশু’ ! ওটিটি প্ল্যাটফর্মে জোর টক্কর?
স্মৃতিটুকু রয়ে যায়
শেষ দিনের শুটিংয়ে সোশ্যাল মিডিয়ায় খুদে শিল্পী প্রেয়সী বসু একটি ছবি পোস্ট করে। আর ক্যাপশনে লেখে, “স্মৃতিটুকু রয়ে যায়।” ধারাবাহিকে মাত্র কয়েকদিন আগে যোগ দিয়েছিল প্রেয়সী। ছবিতে দেখা গিয়েছে, মানালির কোলে বসে রাধিকা ও কন্যাকুমারীর কোলে বসে রয়েছে প্রেয়সী। ছবিতে বাকি টিমের সদস্যদের দেখা গিয়েছে। দেখা যাক, এবার ‘দুগ্গামণি ও বাঘমামা’র জায়গায় কোন ধারাবাহিক আসে। শোনা গেছে ‘রানী ভবানী’, ‘কুসুম’ এর মতো একাধিক ধারাবাহিক আসছে। তবে ওই জায়গায় কোন ধারাবাহিক আসবে সেটি এখনও স্পষ্ট হয়নি।