ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফেলে দেওয়া ফুল থেকে গত বছর পরীক্ষামূলকভাবে ভেষজ আবির (Dumdum Municipality) তৈরি করেছিল উত্তর দমদম পুরসভা। সে আবির সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের পাঠিয়ে সুনাম অর্জন করেছিল পুরসভা। সেই সাফল্যের কারনেই এই বছর ভেষজ আবিরের বাণিজ্যিকীকরণ করল পুরসভা। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরসভার সামনে ভেষজ আবিরের স্টল উদ্বোধন করেছেন। বুধবার শহরের চারটি জায়গার স্টল থেকে আবির বিক্রি হচ্ছে।
বাড়ি থেকে পুজোর ফুল সংগ্রহ করে পুরসভা (Dumdum Municipality)
২০২৩ সাল পর্যন্ত ফুল ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো (Dumdum Municipality)। কিন্তু ২০২৪ সালে ফুল ও বেলপাতা থেকে ভেষজ আবির, ধূপ ও জৈব সার তৈরির পরিকল্পনা হয়। সে জন্য মাঝেরহাটি এলাকায় পৃথক শেড তৈরি ও বেসরকারি সংস্থার সিএসআর প্রকল্প থেকেও আর্থিক সহযোগিতা জোগাড় হয়। প্রকল্প রূপায়ণে খরচ হয়েছিল প্রায় ৬০ লক্ষ টাকা। শহরের স্বনির্ভর গোষ্ঠীর ২০ জন মহিলা এখানে কাজ করেন। গত বছর ২০ কেজি আবির তৈরি হয়েছিল। জানা যাচ্ছে প্রতিদিন বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি পৃথকভাবে পুজোর ফুলও সংগ্রহ করে উত্তর দমদম পুরসভা। আর সেই থেকে তৈরি হয় আবির।
চার জায়গায় চারটি স্টল (Dumdum Municipality)
উত্তর দমদম পুরসভার (Dumdum Municipality) সামনে, পাঠানপুর, বিশরপাড়া ও ২৩৭ বাস স্ট্যান্ড এই চার জায়গায় চারটি স্টল হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যার মূল্য কেজি প্রতি ৩৫০টাকা, ২৫০গ্রাম ১০০টাকা, ১০০গ্রাম ৪০টাকা। ছোট-বড় প্যাকেট থাকবে। পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‘ভেষজ আবিরের গুণগতমান ভালো। আশা করি আবিরের চাহিদা বাড়বে।’ এদিন চন্দ্রিমাদেবী বলেন, ‘নাগরিকদের সহযোগিতায় উত্তর দমদম পুরসভা নতুন পথ দেখাল। প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: Kolkata Metro Rail: দোলের দিন এই লাইনে চলবে না মেট্রো, সময়সূচিতেও বদল!
আবির মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ঘোষণা
অপরাজিতা গুলাল নামে সেই ভেষজ আবির পুর এলাকার ৪টি বিপনন কেন্দ্র থেকে কিনতে পারবে এলাকাবাসি। মঙ্গলবার বিকেলে পুর ভবনে সেই বিপনন কেন্দ্রগুলি উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস ভেষজ আবির মুখ্যমন্ত্রী হাতে তুলে দেওয়া ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই আবির পেলে খুশি হবেন। মুখ্যমন্ত্রী চান মেয়েরা আরো উদ্যোগ নিক। এই ভাবে সেল্ফ হেল্প গ্রুপে এগিয়ে যাক। নিজেদের আত্মবিশ্বাসী তৈরি করুক।