Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদোৎসব আর বাঙালির প্রেম যেন আত্মার আত্মীয়! আর যদি এটা হয় কারও প্রথম পুজোয় প্রেম—তাহলে তো কথাই নেই! দুর্গাপুজো (Durga Puja) শুধু ঠাকুর দেখার নয়, প্রেমে পড়ার জন্যও এক আদর্শ সময়। হয়তো সারা বছরের ভীরু মনটা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে, হয়তো প্রথমবার কাউকে বলার সাহস আসে—’তুই থাকিস, তাহলেই আমার পুজোটা পূর্ণ।’ প্রথম প্রেমের পুজোটা একটু আলাদা হয়। একটু লজ্জা, একটু টান, আর অনেক না বলা কথা মিশে একরাশ স্মৃতি হয়ে থাকে।
প্রথম প্রেমের পুজো? এই বিষয়গুলো মাথায় রাখুন (Durga Puja)
যাঁদের এটা জীবনের প্রথম ‘প্রেমের পুজো’, তাঁদের জন্য কিন্তু রয়েছে বিশেষ কিছু ‘ডু-স অ্যান্ড ডোন্টস’। কারণ, এই সময়ের ছোট ছোট বিষয়গুলোই ভবিষ্যতের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই একটু সাবধান এবং অনেকটা যত্ন দরকার।
আরও পড়ুন: Anti Aging: টাকা বাঁচান, রূপের সৌন্দর্য বাড়ান কিন্তু কিভাবে?
১. প্ল্যানিং হোক একসঙ্গে
সপ্তমী থেকে দশমী—পুজোর (Durga Puja) প্রতিটি দিন কেমনভাবে কাটবে, তার প্ল্যান আগেভাগেই করে নিন। তবে একতরফা সিদ্ধান্ত নয়। সঙ্গীর পছন্দ-অপছন্দ মাথায় রেখে চললে তবেই পুজোর দিনগুলো হয়ে উঠবে স্মরণীয়।
২. ম্যাচিং ড্রেস, ম্যাচিং মুড
একই রঙের পোশাক, মিলিয়ে ম্যাচিয়ে সাজ, ফোটো এলবামে জমে যাবে প্রেম। ভিড়ের মধ্যেও এমন ম্যাচিং কপল চোখে পড়লেই মন গলে যায়! তাই একটু প্ল্যান করে পরের দিন কী পরবেন, সেটাও আলোচনা করে ফেলুন।
৩. সমঝোতা মানেই সম্মান
প্রেম মানেই কিন্তু নিজের ‘স্পেস’ বা স্বার্থ জোর করে চাপিয়ে দেওয়া নয়। কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, কার সঙ্গে দেখা করবেন—সবকিছুতেই সমঝোতা থাকলে সম্পর্ক গভীর হয় (Durga Puja)।
আরও পড়ুন: Superfood: ওজন কমাতে মুসুর ডাল কি সুপারফুড!
৪. উপহারে থাকুক আবেগ, দাম নয়
হাত ভর্তি গিফট না হোক, মন ভর্তি ভালোবাসা থাকুক। একটা গোলাপ, একটি চকলেট কিংবা মনের মতো কোনও ছোট্ট চিঠিই প্রেমের ভাষা বলে দিতে পারে। দাম নয়, ভাবটাই আসল।
৫. ভিড়েও যেন পাশে থাকেন
ভিড়ের প্যান্ডেলে সঙ্গীর হাতটা শক্ত করে ধরা, ওর সুরক্ষার দায়িত্ব নেওয়া, এই ছোট্ট বিষয়গুলোই বড়ো ইঙ্গিত দেয় (Durga Puja)। গাড়ি থাকলে ড্রপ করে দেওয়া, আর না থাকলে ক্যাব বুক করে দেওয়া, সবই দেখায় আপনি কতটা কেয়ারিং।
৬. খরচ ভাগ করে নিন
এখন যুগটাই এমন, সম্পর্কের দায়িত্ব দুই পক্ষের। রেস্টুরেন্ট, ক্যাফে বা কোনও শপিং—সব ক্ষেত্রেই খরচটা ভাগ করে নিলে সম্মান আর ভারসাম্য, দুটোই থাকে।
আরও পড়ুন: Navaratri 2025: নবরূপে দেবী দুর্গা, কোন দিনে পুজিত হন কোন রূপে?
প্রেমে পড়া সহজ, টিকিয়ে রাখা কঠিন! পুজোর ক’টা দিনেই গড়ে ওঠে অনেক সম্পর্কের ভিত। তবে সেই সম্পর্ক যাতে স্থায়ী হয়, তার জন্য আবেগের সঙ্গে দরকার বুঝদারিও। প্রেম মানে শুধু রোম্যান্স নয়, দায়িত্বও। তাই এই পুজোয় (Durga Puja), শুধু ঠাকুর দর্শন নয়—সঙ্গীকেও দিন সময়, মনোযোগ আর ভালোবাসা। দেখবেন, প্রেমও হয়ে উঠবে পূর্ণ।