ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাসিন্দারা ঝড়ের প্রভাবের নাটকীয় দৃশ্য পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করেছেন (Dust storm)। একজন ব্যবহারকারী এই অভিজ্ঞতাকে ভূমিকম্পের মতো ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন।
শুক্রবার বিকেলে দিল্লিতে ধুলিঝড় ও প্রবল বৃষ্টি (Dust storm)
শুক্রবার, দিল্লি ও এনসিআরের বিভিন্ন জায়গায় আচমকা বয়ে যায় তীব্র ধুলিঝড় (Dust storm)। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি। এর ফলে জাতীয় রাজধানীর বহু জায়গায় তৈরি হয় বিশৃঙ্খলা। গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় অনেক জায়গায়। রাস্তায় ভেঙে পড়ে যায় বড় বড় গাছ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝড়ের দৃশ্য (Dust storm)
ঝড়ের পর পরই দিল্লি-এনসিআর-এর বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন ঝড়ের ভয়াবহতা (Dust storm)। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্যবহারকারী লেখেন, “আমার বিল্ডিং কাঁপছে। আমি ২০ তলায় থাকি। আলো দুলছে, বাইরে তীব্র ঝড়। পুরোটা যেন ২০ মিনিটের একটা ভূমিকম্প চলছে।” তিনি জানান, ঝড়ের তীব্রতায় তাঁর গা গোলাচ্ছে, এবং তিনি লিফট ব্যবহার করতেও ভয় পাচ্ছেন।
আকাশপথেও বিপর্যয়, দিল্লি বিমানবন্দরে ফিরল বহু উড়ান
জম্মু থেকে দিল্লি আসা ইন্ডিগোর এক যাত্রী জানান, তাঁদের উড়ানে প্রবল টার্বুলেন্স হয়। বিমান ঘোরানো হয় একাধিকবার। রিপোর্টে বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১৫টি উড়ান ঘোরানো হয় আবহাওয়ার কারণে।
ভিডিওতে ধুলোয় অন্ধকার আকাশ, গাড়ির উপর পড়ছে গাছ
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বহু ভিডিও। কোথাও দেখা যায় ধুলোর জন্য আকাশ কালো হয়ে গেছে, কোথাও আবার গাড়ির উপর পড়ছে উপড়ে যাওয়া গাছ। ঝড়ে ছিঁড়ে গেছে রাস্তার হোর্ডিং ও সাইনবোর্ড।
বাতাসের গতিবেগ ৭৪ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছয়
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আইজিআই বিমানবন্দরে ঝোড়ো হাওয়ার গতি ছিল ঘণ্টায় ৭৪ কিমি। প্রগতি ময়দান ও লোধি রোডে ছিল ৭০ ও ৬৯ কিমি প্রতি ঘণ্টা। নাজাফগড়ে বাতাসের গতি ছিল ৩৭ কিমি প্রতি ঘণ্টা ও সাফদারজংয়ে ছিল ৫৬ কিমি প্রতি ঘণ্টা। গুরগাঁওয়ের এক বাসিন্দা একটি ভিডিও পোস্ট করে লেখেন, “গুরগাঁওয়ে ধুলিঝড়। পুরোটা যেন পৃথিবীর শেষ দিক দেখছি।”
আরও পড়ুন: Tahawwur Hussain Rana: ‘সুইসাইড ওয়াচে’ তাহাউর রানা, সঙ্গী কেবল একটি ‘সফট টিপ’ কলম
শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিল্লি-এনসিআরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে নামবে। শনিবারের পর থেকে আবহাওয়া আবার পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।