ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সকালে ভূমিকম্পের কম্পনে (Earthquake Alert) কেঁপে উঠলো শহর কলকাতা। ঘড়িতে তখন ৬টা বেজে ১৫ মিনিট। অনেকেরই ঘুম ভেঙেছে, অনেকেই আবার ঘুমে মগ্ন। তখনই কেঁপে উঠল শহরের মাটি।
এর আগেও অনুভূত হয় কম্পন (Earthquake Alert)
গত এক সপ্তাহে ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ধাক্কায় কেঁপে (Earthquake Alert) উঠেছে। গত ১৭ ফেব্রুয়ারি দিল্লি-এনসিআর এলাকায় ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
আজও ভূমিকম্পের কম্পন (Earthquake Alert)
এরপর আজ সকাল ৬টা ১৫ মিনিটে পূর্ব ভারতের উপকূলে আবারও ভূমিকম্পের ধাক্কা লাগে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
আরও পড়ুন: New Town: নিউ টাউনে প্যানিক বোতাম হয়নি চালু, জটিলতার গভীরে প্রযুক্তি!
উৎস স্থল কোথায়?
ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের গভীরে, কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার নিচে। এই কম্পন বাংলা, ওড়িশা ও বাংলাদেশে অনুভূত হয়। কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার, হলদিয়া সহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

বারবার ভূমিকম্পের ঘটনায় বাড়ছে উদ্বেগ!
এর আগে জানুয়ারিতে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎসস্থল ছিল নেপালের গোকর্ণেশ্বরের কাছে। বারবার ভূমিকম্পের এই ঘটনা সম্পর্কে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।