ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপে আরও একবার দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। জয়ের হ্যাটট্রিক বজায় রেখেই নিয়মরক্ষার ম্যাচ শেষ করলো লাল হলুদ ব্রিগেড (Duran Cup 2025)।
দুরন্ত জয় লাল হলুদ ব্রিগেডের (Duran Cup 2025)
নিরমরক্ষার ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফসি। তিন ম্যাচে ১২ গোল করে সবকটি জিতে ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ আটে উঠেছে লাল হলুদ (Duran Cup 2025)।
রবিবার ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামে লাল হলুদ ব্রিগেড। শুরু থেকেই ইস্টবেঙ্গল মাঠে নেমেছিল আক্রমণাত্মক মেজাজ নিয়ে এবং খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই নিজেদের আধিপত্য বিস্তার করে লাল হলুদ শিবির। নিজেদের জয়ের ধারা অটুট রেখেই ৬-১ ব্যবধানে ম্যাচ নিজেরদের নামে করে নেয় ইস্টবেঙ্গল (Duran Cup 2025)।
শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে সক্ষম হয় ইস্টবেঙ্গল দল। ম্যাচের প্রথম দু’মিনিটের মধ্যেই তারা দুটি গোলের সুবর্ণ সুযোগ তৈরি করে, কিন্তু এয়ারফোর্স গোলকিপার তা রক্ষা করেন। তবে বেশি অপেক্ষা করতে হয়নি। সাত মিনিটে এডমন্ড লালরিন্দিকার নিখুঁত ক্রস থেকে হামিদ আহাদাদ হেড করে গোল করে দলকে এগিয়ে দেন (Duran Cup 2025)।

নিয়মরক্ষার এই ম্যাচে সবার নজর ছিল ইস্টবেঙ্গলের দিকে, তারা কত বেশি গোল করতে পারে এবং কত ব্যবধানে এই ম্যাচ শেষ করে।
প্রথম গোলের পর যেন ইস্টবেঙ্গলের দাপট সারা মাঠ জুড়ে বাড়তে থাকে এবং তারা হয়ে ওঠে অপ্রতিরোদ্ধ। অধিনায়ক নাওরেম মহেশ সিং চমৎকার একটি থ্রু বল দেন বিপিন সিংকে, যিনি গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন (২-০)। ৩৭ মিনিটে বিমান বাহিনীর হয়ে এক গোল শোধ করেন আমান, ফলে প্রথমার্ধের শেষে স্কোরলাইন ইস্টবেঙ্গল এফসি-র পক্ষে দাঁড়ায় ২-১।
ইস্টবেঙ্গল এফসি-র তৃতীয় গোলটি আসে আনোয়ার আলির পা থেকে, যিনি মিগেল ফিগেরার কর্নার থেকে আসা বল হেড করে জালে পাঠান (৩-১)। চার মিনিট পর বদলি খেলোয়াড় মোহাম্মদ রাশিদ দূরপাল্লার এক শটে গোল করে লাল-হলুদ ব্রিগেডের ব্যবধান আরও বাড়িয়ে দেন (৪-১)।

আরও পড়ুন: Bangladesh Hilsa: অত্যাধিক দামের জন্য কি ওপার বাংলায় ইলিশ লুপ্ত প্রায়?
প্রথমার্ধের এয়ারফোর্সকে কিছুটা লড়াই করতে দেখা গেলেও দ্বিতীয়ার্ধে সেই লড়াই চোখে পড়ে না। টিম গেম খেলে এই ম্যাচে সহজ জয় ছিনিয়ে নিয়ে পরবর্তী ধাপে পৌঁছে গেল লাল হলুদ দল (Duran Cup 2025)।
এই ম্যাচে ইস্টবেঙ্গলের ১১ জন প্লেয়ারের মধ্যে ৬ জন প্লেয়ারই গোল পান। এর পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। বিশেষজ্ঞদের মতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হতে পারে সম্ভবত মোহনবাগান। যদিও সেটা এখনও সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে না।
আগামী দু’দিনে বাকি চারটি গ্রুপেরই খেলা শেষ হয়ে যাবে। তার পরে কোয়ার্টার ফাইনাল লাইন-আপ ঘোষণা করবে টুর্নামেন্টের আয়োজকেরা (Duran Cup 2025)।