ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার এনআরআই কোটা দুর্নীতি মামলায় তদন্তে নামল ইডি (ED raid)। রাজ্যের ৮ জায়গায় এবং দেশজুড়ে মোট ২৮টি জায়গায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যে একযোগে হলদিয়া, দুর্গাপুর, সল্টলেক এবং যাদবপুরে অভিযান ইডির। তল্লাশি চলছে বীরভূম ও বজবজেও।
সারাদেশে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই (NRI) কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে অযোগ্যদের। অর্থের বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ। দেশজুড়ে তদন্তে নেমে বেশকিছু মেডিকেল কলেজ থেকে অভিযোগ আসে। রাজ্যে একযোগে হলদিয়া, দুর্গাপুর, সল্টলেক এবং যাদবপুরে অভিযান ইডির (ED raid)। যাদবপুরে কেপিসি মেডিকেল কলেজে প্রিন্সিপালের রুমে তথ্য তালাশ। বীরভূম ও বজবজেও চলছে ইডির অভিযান।
আরও পড়ুন: West Bengal News: কল আছে, জল নেই! PHE-র কাজে কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মমতার
আরও পড়ুন: Murshidabad Chaos: ‘ইচ্ছা করে অশান্তি করে কিছু দুষ্টু লোক’, বেলডাঙা নিয়ে সরব মমতা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে রাজ্যের আট বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চলছে। তল্লাশি চলছে কলেজগুলির মালিকের বাড়িতেও। সকাল থেকেই লাগাতার তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির (ED raid)। বাড়ির বাইরে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তল্লাশি চলছে তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়িতে। হলদিয়ায় লক্ষ্মণ শেঠের বাড়িতে এবং তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও তল্লাশি (ED raid) চলছে। বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে। তল্লাশি চলছে কলকাতার তারাতলা এলাকার এক মেডিক্যাল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতে।
দুর্গাপুরের কাঁকসার মলানদীঘির কাছে বেসরকারি মেডিকেল কলেজে আসেন ইডির আধিকারিকরা। এছাড়াও তল্লাশি চলছে বজবজের এক নামজাদা বেসরকারি হাসপাতালের মালিকের বাড়িতেও। জগন্নাথ গুপ্তার সুভাষউদ্যানের বাড়িতেও চলছে তল্লাশি (ED raid)। বাড়িতে কেউ না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে।