ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতায় ফের প্রকাশ্যে শুটআউট (Kolkata shootout)। মঙ্গলবার ভোরে আচমকা নারকেলডাঙা নর্থের কাইজার স্ট্রিটে অশান্তি। যুবককে রাস্তার উপর কুপিয়ে খুনের চেষ্টা। ফোন করে বাড়ি থেকে ডেকে এনে হামলার অভিযোগ। রক্তাক্ত যুবককে উদ্ধার করে আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমে তাদের খোঁজ চালাচ্ছে নারকেলডাঙা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই হামলা। এই ঘটনায় চরম আতঙ্ক নারকেলডাঙার কাইজার স্ট্রিটে।
দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা। ঘড়ির কাঁটার তখন রাত ৩টে ১৫। শিয়ালদহ ডিআরএম অফিসের পাশে যুবককে ডেকে নিয়ে গিয়ে ছুরি হাতে একের পর কোপ। গুলির শব্দ শুনতে পান বলে জানান এলাকাবাসীরা। প্রত্যাক্ষদর্শীদের দাবি, তাঁকে হুমকিও দেওয়া হয়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।
অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নারকেলডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম ইমরান, বয়স ২৬ বছর। নারকেলডাঙা রোডের বাসিন্দা ইমরান পেশায় একজন ব্যবসায়ী। পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে অনুমান। তবে অভিযুক্তরা সকলেই পলাতক। এই ঘটনায় চরম আতঙ্ক নারকেলডাঙার কাইজার স্ট্রিটে।