Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হিন্দি টেলিভিশন ও চলচ্চিত্র জগতে এক অন্যতম প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor)। সম্প্রতি অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতারণার কৌশল নিয়ে সজাগ করেছেন তিনি। বুধবার তিনি ইনস্টাগ্রামে একটি বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং অভিনয়ে ইচ্ছুক নতুন শিল্পীদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন। কী বললেন তিনি ? কারা প্রতারণার করছেন ? কী অভিযোগ উঠছে ?

সতর্ক বার্তা (Ekta Kapoor)
সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয় একতা কাপুরের ( Ekta Kapoor) পক্ষ থেকে। যেখানে জানানো হয় কিছু জাল উদ্দেশ্যে থাকা ব্যক্তি ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করছেন। আসলে ‘পূজা কাস্টিং ডিরেক্টর’ নামধারী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করছেন, যিনি বালাজী টেলিফিল্মসের অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসাবে পরিচয় দিচ্ছেন। এই ভুয়ো ব্যক্তি অভিনয়ে সুযোগ দেওয়ার আগেই অর্থ বা সুবিধা আদায়ের লিপ্ত হচ্ছেন নতুন শিল্পীদের কাছ থেকে। ফলে অনেকেই দ্বিধায় পড়ে যাচ্ছেন।

ভুয়ো অ্যাকাউন্টের নাম (Ekta Kapoor)
বালাজী টেলিফিল্মস স্পষ্ট ভাবে জানিয়েছে , এই ভুয়ো ব্যক্তি বা অ্যাকাউন্টগুলোর সাথে তাঁদের কোনও সম্পর্ক নেই। এই অ্যাকাউন্ট গুলো থেকে তাঁরা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ‘পূজা কাস্টিং ডিরেক্টর ‘ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘ কাস্টিং ডিরেক্টর ‘ বলে দাবি করে প্রার্থীদের প্রতারণা করা হচ্ছে। এমনকি বালাজী টেলিফিল্মসের পক্ষ থেকে এও জানানো হয়, তাঁরা কখনই অভিনয় প্রত্যাশীদের কাছ থেকে অর্থ নেয়নি।

সঠিক ট্যালেন্ট খোঁজা (Ekta Kapoor)
বালাজী টেলিফিল্মসের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়, কেবল মাত্র অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে অডিশন নিয়ে থাকেন তাঁরা। তাই জনগণকে সতর্ক থাকা এবং যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে । সঠিক ট্যালেন্ট খুঁজে নিতে তাঁরা নির্দিষ্ট পদ্ধতি এবং নিজেদের সবটুকু দিয়ে খোঁজ নিয়ে কাজ করে থাকেন বলে জানিয়েছেন একতা কাপুর (Ekta Kapoor)।
আরও পড়ুন: Sridevi: শ্রীদেবীর সম্পত্তি নিয়ে বিতর্ক, আইনের দ্বারস্থ বনি কাপুর

বিনোদন জগতে বিপ্লব ঘটানো
একতা কাপুর (Ekta Kapoor) একজন প্রখ্যাত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক । তিনি বালাজী টেলিফিল্মসের সহ প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক। তাঁর টেলিভিশন কেরিয়ারে বিপ্লব ঘটেছে বলা যেতে পারে। কারণ ‘কিউকি সাস ভি কভি বহু থি ‘(Kyunki Saas Bhi Kabhi Bahu Thi ), ‘কাহানি ঘর ঘর কি ‘(Kahaani Ghar Ghar Kii), ‘নাগিন’সহ (Naagin) অসংখ্য জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক তিনি নির্মাণ করে বিনোদন জগতে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি হিন্দি, বাংলা, তামিল সহ একাধিক ভাষায় সিরিয়াল ও ওটিটি কনটেন্ট নির্মাণ করেছেন। নারী উদ্যোক্তা হিসেবে তাঁর অবদান প্রশংসনীয়। সম্প্রতি ভুয়ো অডিশন নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আবারও শিল্পীদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়িয়েছেন। যা শিল্প মহলে প্রশংসিত হয়েছে।