ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সপ্তাহের প্রথম দিনই মুখ্যমন্ত্রীর (Kerala CM Pinarayi Vijayan) অফিসে বোমা হামলার হুমকি। রাজধানী তিরুবনন্তপুরমে মুখ্যমন্ত্রী পিনারাইয়ের সরকারি আবাসন ক্লিফ হাউস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল রবিবার। তার পরের দিনই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন ‘ক্লিফ হাউস’, দফতর, রাজ্যের সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। তার পরেই কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম জুড়ে তল্লাশি শুরু করল কেরল পুলিশ।
বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন (Kerala CM Pinarayi Vijayan)
হুমকি প্রাপ্ত সমস্ত স্থান তল্লাশির জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করেছে কেরল পুলিশ। গত কয়েক দিন ধরেই কেরলের বিভিন্ন স্থানে লাগাতার বোমা হামলার হুমকি আসছে। কখনও বিমানবন্দর, কখনও হোটেল। এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala CM Pinarayi Vijayan) অফিস এবং তাঁর সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি এসেছে। ইমেলের মাধ্যমে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। এরপরেই তৎপর হয়েছে রাজ্য পুলিশ।
মেলেনি কোন সন্দেহভাজন বিস্ফোরক (Kerala CM Pinarayi Vijayan)
হুমকি পাওয়া সমস্ত স্থান ঘিরে ফেলা হয়েছে। খালি করা হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস, আবাসন (Kerala CM Pinarayi Vijayan)। বিমানবন্দর খালি করে তল্লাশি চালানো হয় সমস্ত টার্মিনালে। বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে স্নিফার ডগ। বিস্ফোরকের সন্ধানে চলছে চিরুনি তল্লাশি। তবে এখন পর্যন্ত কোনও স্থানেই কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে খবর। রবিবার কেরলের (Kerala) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এসেছিল। বিমানবন্দর খালি করে সমস্ত টার্মিনাল পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেও মেলেনি কোন সন্দেহভাজন বিস্ফোরক।
বোমা হামলার হুমকি ইমেল
ঠিক তার আগের দিন শনিবার তিরুবনন্তপুরমের একাধিক হোটেলে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ডগ স্কোয়াড, পুলিশের দল হুমিক পাওয়া সমস্ত হোটেলে পরিদর্শন করে। তবে বিস্ফোরক কোন কিছুই পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয় যে, হুমকি ইমেলগুলো ভুয়ো ছিল। গত সপ্তাহে একই ভাবে বোমা রয়েছে বলে ভুয়ো হুমকি পাঠানো হয়েছিল কেরলের হাই কোর্ট, তিরুঅনন্তপুরমের জেলাশাসকের দফতরে। গত ১৯ এপ্রিল সেই হুমকি পাওয়ার পরে তিরুঅনন্তপুরমের জেলাশাসকের দফতরে তল্লাশি চালানোর সময়ে মৌমাছির হুলে আক্রান্ত হন পুলিশ এবং দফতরের কয়েক জন কর্মী।