ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘জন্ম দিলে মা হওয়া যায় না’, এ কথা নিশ্চয়ই বারংবার শুনেছেন। কয়েকদিন আগেই বলিউডের (Bollywood) এক খবরে নিশ্চয়ই দেখেছিলেন। ভীষণ ভাইরাল হয়েছিল (Mithun Chakraborty Daughter)। যেখানে সুস্মিতা সেনের (Susmita Sen) একটি মন্তব্য সবার নজর কাড়ে। তাঁর দুই সন্তানই দত্তক নেওয়া। তাঁকে মা হওয়ার জন্য কোনও পুরুষের প্রয়োজন হয়নি (Mithun Chakraborty)। কিন্তু এটা কি কখনো শুনেছেন, জন্ম দিলেই বাবা হওয়া যায় না?
নেই রক্তের সম্পর্ক (Mithun Chakraborty Daughter)
অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty Daughter) সঙ্গে তাঁর মেয়ের রক্তের সম্পর্ক নেই ঠিকই তাও মেয়ে তাঁর চোখের মণি। দিশানী (Dishani Chakraborty) অভিনেতার দত্তক কন্যা। দিশানী মিঠুনের সবচেয়ে কাছের। অভিনেতা মেয়ে দিশানীকে তাঁর নিজের সন্তানের থেকেও বেশি ভালবাসেন। বাড়ির প্রত্যেক সদস্যই চোখে হারায় দিশানীকে। মেয়ের কথা শুনেই ভরা মঞ্চে কেঁদে ফেললেন অভিনেতা। কিন্তু কেন? ঠিক কী হয়েছিল?
ডাস্টবিন থেকে পেয়েছিলেন মেয়েকে (Mithun Chakraborty Daughter)
শোনা যায়, কলকাতার এক ডাস্টবিনের পাশে এক শিশুকন্যা পড়ে থাকতে দেখে, পথচারীরা পুলিশে খবর দেন। পরে শিশুটিকে রাখা হয় সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। একরত্তির শোনা মাত্রই বুকের বামদিকটা মুচড়ে উঠেছিল অভিনেতার (Mithun Chakraborty Daughter)। পরবর্তী কালে আইনি কাগজপত্রে সই করে মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী যোগিতা শিশুটিকে দত্তক নেন। বাড়িতে নিজের মেয়ের মতনই আগলে রাখেন। মেয়ের প্রসঙ্গে কথা উঠতেই, অভিনেতা মিঠুন চক্রবর্তী সেই স্মৃতিচারণা করতে গিয়েই কেঁদে ফেললেন। তাও আবার সবার সামনে! মেয়ে দিশানীর প্রসঙ্গ উঠতে কেন এত আবেগ প্রবণ হয়ে যান অভিনেতা?
আরও পড়ুন: Jagaddhatri Team: উধাও তিক্ততা, বেনারসে নতুন সম্পর্কের সমীকরণে জগদ্ধাত্রী-স্বয়ম্ভু
প্রতিযোগীর নাচে কাঁদলেন মিঠুন
রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলি প্রসঙ্গে একটি নাচ প্রদর্শন করেছিলেন । যা দেখে বিচারক পদে থাকা অভিনেতা অঝোরে কেঁদে ফেলেন। আসলে হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিবাহের পর মায়ের কাছে কনকাঞ্জলি দিয়ে মেয়েরা বাবা-মায়ের ঋণ শোধ করে থাকেন। এ প্রথা বহুদিন ধরে চলে আসছে । মেয়ের কষ্ট ও বাবা-মায়ের অসহায়তা ফুটে ওঠে ‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে নাচের মাধ্যমে। যা দেখে চোখে জল ধরে রাখতে পারেননি অভিনেতা। এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক?’ সে কথার উত্তর দিতে গিয়েই গলা ধরে আসে অভিনেতার।
আরও পড়ুন: Ranojoy Bishnu: বন্ধুত্ব নাকি নতুন সম্পর্ক? কাকে নিয়ে মেলায় ঘুরলেন রণজয় বিষ্ণু?
কী বলছেন ভক্তরা
প্রসঙ্গত, এই ভিডিয়োটি প্রকাশ পেতেই মিঠুন ভক্তরা নানা মন্তব্য করেছেন । কেউ বলেছেন, ‘যত বড়ই সুপারস্টার হন না কেন, দিন শেষে তিনিও তো একজন বাবা’। মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তী বর্তমানে মার্কিন মুলুকে পড়াশোনা করছেন। ইনস্টাগ্রামেও প্রায় এক লাখ অনুরাগী রয়েছে। শোনা যায়, তিনিও বাবা ভাইদের মতোই ফিল্মি দুনিয়ায় নাম করতে চান।