ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi) ইনস্টাগ্রামে তাঁর ছবি শেয়ার করেছেন। ছবিটির লুক দেখে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। অনেকেই মনে করছেন, ইমরান আবারও ফিরছেন পর্দায়। কী দেখা গিয়েছে ছবিতে? অনুরাগীরা কী ভাবছেন তাঁকে নিয়ে?
শেয়ার করা ছবি (Emraan Hashmi)
ইমরানের (Emraan Hashmi) শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর রক্ত মাখা গম্ভীর মুখ, রুক্ষ চুল। অনেকটা ‘আওয়ারাপন’ ছবির দৃশ্য। যে ছবিতে ‘শিবম পন্ডিত’ এর চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। তাই অনুরাগীরা ভাবছেন, শিবম আবারও পর্দায় ফিরছেন। সেই সময় ‘ আওয়ারাপন’ বক্স অফিসে ভালো ব্যবসা না করতে পারলেও, সময় কালে এক রোমান্টিক থ্রিলার ছবি বেশ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
অনুরাগীদের অনুমান (Emraan Hashmi)
পরিচালক মোহিত সুরির ছবি ‘আওয়ারাপন’ (Emraan Hashmi)। এটি একটি রোমান্টিক থ্রিলার ছবি। অনুরাগীরা এক প্রকার অনুমান করেই নিয়েছেন, ‘আওয়ারাপন ২’ ছবি আসছে। তাতে শিবম চরিত্রে ইমরানকে দেখা যাবে। এই ছবি নিয়ে কিছু প্রকাশ্যে আসেনি। এমনকি অভিনেতা ইমরান হাশমির তরফ থেকেও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Ranveer Singh: পাকিস্তানে শুটিং করতে গিয়ে আহত রণবীর? নতুন সমস্যায় অভিনেতা !
প্রকাশ্যে ছবির টিজার
ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবি আগামী বছর মুক্তি পেতে পারে। তবে ছবির টিজার মুক্তির পর অনুরাগীদের মধ্যে এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। টিজারে দেখা গিয়েছে , দুধের বালতি থেকে একটি হাত বন্ধুক বের করছে। আর ক্যাপশনে লেখা, দুধ থেকে বারুদ, সবজি থেকে গুন্ডা, বুলেট থেকে বিট, ‘গানমাস্টার জি ৯’ প্রস্তুত বদল নেবার জন্য। শোনা গিয়েছে, ‘গানমাস্টার জি ৯’ ছবিতে অভিনয় করছেন ইমরান হাশমি, হিমেশ রেশমিয়া, আদিত্য দত্ত ও জেনেলিয়া দেশমুখ।
আরও পড়ুন: Koneenica Banerjee: আর্যর মায়ের চরিত্রে কনীনিকা! ছোট পর্দায় কামব্যাক অভিনেত্রীর?
তকমা ঘোঁচানোর চেষ্টা
অভিনেতা ইমরান হাশমির (Emraan Hashmi) অভিনয় জগতে ‘সিরিয়াল কিলার’ নামে ডাকা হত। তাঁর মতে, তিনি অন্য ছবি করার জন্য তৈরি হচ্ছেন। সেখানে তাঁর বিরুদ্ধে এমন একটি তকমা যা তাঁর মনের জোর কমিয়ে দিতে পারে। তিনি মনে করেন, অন্য ধারার ছবি করলে অনুরাগীদের মধ্যে সেই তকমাটা ঘুচবে। আর দর্শক যাতে গ্রহণ করতে পারে, তাই তিনি অন্য চরিত্রে নিজেকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছেন।