Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৪ বছর পর টোরি শাসনের অবসানে ২০২৪ সালে প্রধানমন্ত্রিত্ব খুইয়েছিলেন ঋষি সুনক(Ex UK Prime Minister)।এবার ওয়াল স্ট্রিটের বিখ্যাত ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাকসে-র সিনিয়র পরামর্শদাতা হিসাবে যোগ দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন গোল্ডম্যান স্যাকস গ্রুপ ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) ডেভিড সলোমন।এর আগেও তিনি সেখানে চাকরি করেছেন। এবার নতুন করে সেখানে যোগ দিলেন তিনি।
২৫ বছর আগে গোল্ডম্যান স্যাকসে যোগ (Ex UK Prime Minister)
২৫ বছর আগে ২০০০ সালে গোল্ডম্যান স্যাকসে-তে ইন্টার্ন হিসেবে যোগ দেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা ঋষি সুনক(Ex UK Prime Minister)। পরে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত একজন বিশ্লেষক বা অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। পরে বেশ কয়েকজনকে নিয়ে একটি সংস্থা খোলেন এবং আর্থিক পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পালন করেন। একজন বিনিয়োগ পরামর্শদাতা হিসাবে সুখ্যাতিও অর্জন করেন ঋষি সুনক।প্রধানমন্ত্রীত্বের কুর্সি খোয়ানোর পরে ফের পুরোনো অবতারে, পুরোনো সংস্থায় দেখা যাবে তাঁকে।কোম্পানির সিইও ডেভিড সলোমন বলেন, ‘ম্যাক্রোইকোনমি এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তাঁর অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আমাদের ক্লায়েন্টদের জন্যে অত্যন্ত মূল্যবান।’

রাজনীতিতে ঋষি সুনক (Ex UK Prime Minister)
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতির জগতেও পা রাখেন ঋষি(Ex UK Prime Minister)। তিনি ২০১৫ সালে সংসদ সদস্য হিসেবে রাজনীতির কেরিয়ার শুরু করেছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তার আগে ছিলেন কোষাগারের প্রধান সচিব এবং গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংসদীয় আন্ডার-সেক্রেটারি অফ স্টেট। বরিস জনসন ইস্তফা দেওয়ার পর ২০২২ সালের অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ঋষি সুনক।
আরও পড়ুন-Mounted Gun System: প্রতিরক্ষা উৎপাদনেই ভারতের শক্তির উত্থান! শত্রুকে কুপোকাত করবে ‘মাউন্টেড গান’
ঋষি সুনকের পরাজয় (Ex UK Prime Minister)
২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন(Ex UK Prime Minister)। যদিও গত বছর সাধারণ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয় সুনকের দল কনজারভেটিভ পার্টি। তবে সাংসদ পদে জয়ী হন সুনক। উত্তর ইংল্যান্ডের রিচমন্ড এবং নর্থালার্টন এলাকার সাংসদ হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন। নির্বাচনী প্রচারেই তিনি বলেছিলেন, ‘ভোটের ফলাফল যাই হোক না কেন, পরবর্তী সংসদের পুরো সময়কাল ধরে সাংসদ হিসাবে কাজ করে যাবেন।’

আরও পড়ুন-4 Indians die: মার্কিন মুলুকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়ে মৃত হায়দরাবাদের পরিবার
রাজনীতিতে অতীত ঋষি সুনক (Ex UK Prime Minister)
গত বছর ব্রিটেনের নির্বাচনে টোরিরা পেয়েছিলেন ১২১টি আসন। সেখানে লেবার পার্টির সংগ্রহে ৪১১টি আসন। কার্যতই ভরাডুবি হয় কনজার্ভেটিভদের। ১০ ডাউনিং স্ট্রিট ছাড়ার সময় বিদায়ী ভাষণ দেন সুনক। এরপর থেকেই তিনি কার্যতই ‘অতীত’ হয়ে গিয়েছেন ব্রিটিশ রাজনীতিতে। হারের পর কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বও ছাড়েন সুনক।
