Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
বুম ফ্যাক্ট চেক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা দাবি করেছেন প্রয়াগরাজে Prayagraj) একটি আন্তর্জাতিক বিমান অবতরণের সময় এক বিদেশী পাইলট মহাকুম্ভের (Maha Kumbh) প্রশংসা করে তার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। ভাইরাল পোস্টের ঘোষণাটি ইংরেজিতে শোনা যায়।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ভাইরাল ভিডিও দৃশ্যগুলি মহাকুম্ভে এক কন্টেন্ট নির্মাতা ড্রোনের তুলেছেন। তবে, ভিডিওর সঙ্গে যুক্ত পাইলটের স্বর আসল নয়, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলার সূচনা হয়েছে। সারা দেশ ও বিশ্ব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগমের মহাকুম্ভ মেলা ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ মহা শিবরাত্রির দিন সমাপ্ত হবে।
৫৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি শেয়ার করে কে ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেছেন, “প্রয়াগরাজ মহাকুম্ভে অবতরণ করার সময় একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট এর পাইলটের ঘোষণা…. হর হর মহাদেব।”

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি যা ভাইরাল দাবিকে সমর্থন করে। তবে, আমরা ভূটান এয়ারওয়েজে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবসের আন্তর্জাতিক উড়ানে মহাকুম্ভে আসার একটি প্রতিবেদন পাই। কিন্তু, সেখানে এমন কোনও ঘোষণার উল্লেখ ছিল না যা ভাইরাল দাবিকে সমর্থন করে।
আরও পড়ুন: Fact Check: বিজ্ঞাপনী প্রচারকে সত্যি ভেবে খবর করল শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমেরা
AI প্রযুক্তি দিয়ে তৈরি অডিও
বুম ভাইরাল ভিডিওয় @Anveshgraphy নামের একটি জলছাপ দেখতে পায় যার সূত্র ধরে আমরা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজে পাই যেখানে ভিডিওটি প্রথম আপলোড করা হয়েছিল ২৩ জানুয়ারি, ২০২৫-এ।
পোস্টটির ক্যাপশন থেকে জানা যায় ভিডিওটি অন্বেষ নিজের ক্যামেরা ও ড্রোনের সাহায্যে মহাকুম্ভ পরিদর্শন করতে গিয়ে তুলেছেন। এছাড়াও, তিনি জানান ভিডিওতে ব্যবহৃত কণ্ঠ মানুষের।
অন্বেষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বুম একই ধরণের বেশ কয়েকটি ভিডিও খুঁজে পায় যেখানে উড়ানের অনুরূপ ঘোষণা শোনা যায়। আমরা লক্ষ্য করি এই প্রত্যেকটি অডিওতেই অন্বেষ প্যাটেলকে সহ-পাইলট হিসাবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিমান সংস্থা ও পাইলটের নাম কোথাও শোনা যায় না। পোস্টগুলি এখানে, এখানে এবং এখানে দেখুন।
আরও পড়ুন: Income Tax Bill: আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল! কী কী নিয়ম বদল হতে পারে?
এরথেকে ইঙ্গিত নিয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী হিয়া এআই-এ পরীক্ষা করি। এই পরীক্ষার ফলাফল অনুসারে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ফলাফলটি দেখুন নীচে।

এছাড়াও, আমরা বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক ল্যাবের ডিপফেক সনাক্তকরণ সরঞ্জামের সাহায্যে অডিওটিও পরীক্ষা করেছি, যার কৃত্রিম বুদ্ধিমত্তা সনাক্তকরণ সরঞ্জাম AASIST (২০২১) জানায় অডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার হওয়ার সম্ভাবনা ৮৮ শতাংশ।
আমরা বিশদ বিশ্লেষণের জন্য ডিপফেক অ্যানালাইসিস ইউনিটে (ডিএইউ) আমাদের সহকারীদের কাছে পাঠাই। তারা ডিপফেক বিশ্লেষণ ওয়েবসাইট ডিপফেক-ও-মিটারে অডিওটি পরীক্ষা করে দেখে সেটি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে।

এছাড়াও, আমরা অন্বেষের অ্যাকাউন্টের একই ধরণের অন্যান্য পোস্টে ব্যবহৃত অডিও হিয়া এআইয়ে পরীক্ষা করে অনুরূপ ফলাফল পাই। এরকমই একটি ফলাফল দেখুন নীচে।

ভাইরাল ক্লিপ বিমান অবতরণের নয়
বুম ভিডিও নির্মাতা অন্বেষ প্যাটেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ভিডিওটি ড্রোন থেকে তোলা। তিনি বলেন, ‘আমরা ক্রিয়েটিভ তৈরি করতে এই ধরনের ভয়েস-ওভার ব্যবহার করেছি।”
তাকে পোস্টে ব্যবহৃত অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্কে জিজ্ঞেস করলে অন্বেষ বলেন “এই কণ্ঠস্বরটি আমার এক বিদেশী বন্ধুর। এটা এআই ভয়েস নয়।”
অন্বেষ আরও বলেন, “ইংরেজিতে এই ভয়েস ওভারটি করা হয়েছিল যাতে অ-হিন্দিভাষীরাও কুম্ভ সম্পর্কে জানতে পারে।” তবে, যে ব্যক্তির কণ্ঠস্বর ব্যবহৃত হয়েছে তার সম্পর্কে কন্টেন্ট নির্মাতা কিছু বলতে অস্বীকার করেন।
এই খবরটি শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রথমে বুম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং ট্রাইব টিভি বাংলার দ্বারা অনুবাদ করা হয়েছে। এই খবরটির শিরোনাম এবং সামারি বাদে বাকি খবর ট্রাইব টিভি বাংলার কর্মীরা সম্পাদনা করেনি।