ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতকালের সঙ্গে ফুলকপি (Cauliflower) যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। বড় আকারের ফুলের মতো দেখতে সবজিটির গন্ধের সঙ্গেই যেন জড়িয়ে আছে শীতকাল। আর এবার শীতে সেই সবজি নিয়েই সমস্যায় পড়েছেন কৃষকরা। মাত্র ১ টাকায় (পিস প্রতি) বিক্রি করা হচ্ছে ফুলকপি। তাতেও সমস্যা মিটছে না। রীতিমতো মাথায় হাত কৃষকদের একাংশের।
বিপাকে চাষিরা (Cauliflower)
শীতের শুরুতে ফুলকপি চাষিরা কিছুটা লাভের মুখ দেখলেও বেশ কয়েকদিন ধরেই কমে যাচ্ছে বিক্রির সংখ্যা। বিঘার পর বিঘা জমিতে ফুলকপি চাষ করে এখন ক্ষতির মুখে কৃষকরা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী, বিশ্বরম্ভা, সরডাঙা, ধীতপুর এলাকায় জমিতেই লুটিয়ে রয়েছে ফুলকপি (Cauliflower)। ব্যাপক ক্ষতির মুখে পড়ে কেউ বাড়িতে থাকা গরু মহিষকে খাইয়ে দিচ্ছেন কপি। আবার কেউ জমিতেই কেটে ফেলে দিচ্ছেন ফুলকপি। আবার কারও কারও জমিতে সময় মতন ফুলকপি না তোলায় ফুলকপি ফলে নষ্ট হচ্ছে।
আরও পড়ুন: Kumbh mela special train: মহাকুম্ভের জন্য চলবে স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের
আরও পড়ুন: Bread price hike: দাম বাড়তে চলেছে পাঁউরুটির, মূল্যবৃদ্ধির চাপে হতদরিদ্ররা
বাধ্য হয়ে মাত্র ১ টাকা প্রতি পিসে ফুলকপি (Cauliflower) বিক্রি করছেন কৃষকরা। পাইকারি বাজারেও ১ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে ফুলকপি। কোনও কোনও দিন আবার তাও বিক্রি হচ্ছে না। চাহিদাই নেই। ফলন ভাল হলেও বিক্রি হচ্ছে না।
স্থানীয় এলাকার এক কৃষক জানান, বিঘা প্রতি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে ফুলকপি চাষ করতে হয়েছে তাঁদের। ফলনও ফলেছে বেশ ভালোই। প্রথমদিকে, দাম পাওয়া গেল ভরা শীতের মৌসুমে ফুলকপি (Cauliflower) মাত্র এক টাকা। বাজারে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে গিয়ে ঘর থেকে টাকা দিতে হচ্ছে। আবার কোনও কোনও সময় ফিরিয়ে নিয়ে আসতে হচ্ছে সেই ভ্যান সমেত কপি। আর তাই বাধ্য হয়েই একপ্রকার গবাদি পশুকে ফুলকপি খাইয়ে দিচ্ছে হচ্ছে। স্বভাবতই এইরকম এক পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে এই এলাকার চাষিদের।