ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধবার দুপুর ২টো থেকে আমরণ অনশন শুরু করার কথা ঘোষণা করেছে পাঞ্জাবের কৃষক নেতারা (Farmers Protest)। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদের এই আন্দোলনকে আরও তীব্র করে তুলতে তারা এই আন্দলনের ডাক দিয়েছে। প্রতিবাদ স্বরূপ কালো পোশাক পরিধান করে ১১১ জন কৃষক এই আন্দোলনে অংশ নেবেন।
৫০ দিন ধরে চলছে অনশন (Farmers Protest)
ইতিমধ্যেই বিগত ৫০ দিন ধরে অনশনরত (Farmers Protest) অবস্থায় আছেন কৃষক নেতা জগজিৎ সিং ডল্লেওয়াল। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনশন করার ফলে তার স্বাস্থ্যের অবস্থার ক্রমেই অবনতি ঘটছে। তাকে এখনও পর্যন্ত জলও খাওয়ানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তার মাল্টি অরগ্যান ফেইলিওরেরও সম্ভাবনা রয়েছে। এই অবস্থাতেও তিনি কোনওরকম চিকিৎসা নিতে অস্বীকার করছেন।
১১১ জন কৃষকের দল (Farmers Protest)
মঙ্গলবার, খানাউরি থেকে কৃষক নেতা অভিমন্যু কোহাড় জানিয়েছেন যে, ১১১ জন কৃষকের একটি দল বুধবার দুপুর ২টো থেকে অনশনে (Farmers Protest) বসবে। সকলের গায়েই কালো রঙের পোশাক থাকবে। পুলিশের ব্যারিকেডের কাছে শান্তিপূর্ণ অবস্থান করবে তারা সকলে। তিনি এও জানিয়েছেন যে ডল্লেওয়ালের আগে নিজেদের প্রাণ দিতে রাজি আছে বাকি প্রতিবাদী কৃষকেরা। এছাড়া, এমএসপি-এর আইনি গ্যারান্টির দাবির প্রতি কেন্দ্রের উদাসীনতার কথা বলেছেন তিনি।
অনশনে অটল জগজিৎ সিং ডল্লেওয়াল
প্রসঙ্গত, সম্মিলিত কিষাণ মোর্চার আহ্বায়ক জগজিৎ সিং ডল্লেওয়াল গত বছরের ২৬ নভেম্বর থেকে পাঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমান্ত পয়েন্টে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। ফসলের জন্য এমএসপি গ্যারান্টি সহ কৃষকদের বিভিন্ন আইনি দাবির প্রতি কেন্দ্রের অবিচারের প্রতিবাদে অনশন করছেন তিনি।
এর মধ্যেই কৃষকদের (Farmers Protest) সমর্থনে গলা মিলিয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। ইতিমধ্যেই বজরং দাস গর্গের নেতৃত্বে হরিয়ানা ব্যাবসায়ী মণ্ডলের প্রতিনিধিরা কিষাণ মোর্চার আন্দোলনস্থলে পৌঁছেছেন।
আরও পড়ুন: BJP President Mohanlal Badoli: চাকরির প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, অভিযুক্ত বিজেপি নেতা ও এক গায়ক
বাড়তে পারে পিএম কিষাণ যোজনার বরাদ্দ
অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন লাগাতার কৃষক আন্দোলনের ফলে কিছুটা নমনীয় হয়েছে মোদী সরকার। মনে করা হচ্ছে কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণ যোজনার বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র সরকার। পরবর্তী বাজেট নাকি এই কথা মাথায় রেখেই প্রস্তুত করা হচ্ছে।
বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক যোজনার অনুদান স্বরূপ ৬ হাজার টাকা করে পান কৃষকরা। তিনটে কিস্তিতে সেই টাকা দেওয়া হয়। সূত্র মারফত জানা গেছে, এবার নাকি প্রধানমন্ত্রী কৃষক যোজনায় অনুদান স্বরূপ ৮ থেকে ১২ হাজার টাকা দেওয়া হতে পারে। বহুদিন ধরেই সঙ্ঘ পরিবারের কৃষক সংগঠনের তরফে এই বরাদ্দ টাকা বাড়ানোর জন্য দাবি জানানো হয়েছিল। এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের সঙ্গে বৈঠকও করেছিলেন তারা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে পিএম কিষাণ যোজনার বরাদ্দ বাড়াবার সিদ্ধান্ত খানিকটা হলেও কৃষক আন্দোলনকে প্রশমিত করতে পারে।