ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আসানসোল পুরনিগমের বিরুদ্ধে এবার এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জামুরিয়ার এক ইস্পাত কারখানার করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
কী ঘটেছে ? (Calcutta High Court)
উল্লেখ্য, আসানসোলের জামুরিয়ার রানীগঞ্জের ১১টি ইস্পাত কারখানাকে অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার জন্য দু’বছর আগে নোটিশ দিয়েছিল আসানসোল পুরনিগম। পুরনিগমের অনুমতি না নিয়েই ওই ১১টি কারখানার নির্মাণ হয়েছে বলে অভিযোগ করে পুরনিগম (Calcutta High Court)। ওই কারখানাগুলির বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল পুরনিগম। কিন্তু অভিযোগ, বুলডোজার নিয়ে কারখানা ভেঙে ফেলার ভয় দেখিয়ে এবার মোটা অঙ্কের জরিমানা আদায় করছে পুরনিগম। প্রতিদিন চলছে জরিমানা নিয়ে দরাদরি (Calcutta High Court)।জরিমানার আর্থিক অঙ্ক প্রায় ৫০০ কোটি টাকা।
কারখানার মালিকদের দাবি (Calcutta High Court)
কারখানার মালিকদের দাবি, জরিমানা দেওয়া হলে কারখানা অবৈধ নির্মাণ ভাঙ্গা হবে না বলে জানিয়েছে আসানসোল পুরনিগম (Calcutta High Court)। কিন্তু, জরিমানার রিসিভ কপি দিলেও ভবিষ্যতে কারখানা যে ভাঙ্গা হবে না, তার লিখিত কোনও আশ্বাস দিচ্ছে না পুরনিগম। পুরসভা আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা আদায় করছে। আর সেখানেই প্রশ্ন তুলেছেন কারখানার মালিকরা। তাহলে কিসের জন্য তারা লাখ লাখ টাকা জরিমানা দেবেন পুরনিগমকে?
২০ লক্ষ টাকা দাবি করে পুরনিগম
জামুরিয়ার ‘মান’ নামক এক ইস্পাত কারখানা আদালতে জানিয়েছে, গত ৫ জুলাই জরিমানা বাবদ পুরনিগমকে ২০ লক্ষ টাকা দিয়ে কারখানার নির্মাণ ভাঙা আটকান তারা। পরে আবারও ২০ লক্ষ টাকা দাবি করে পুরনিগম। এরপরই ওই ইস্পাত কারখানা আসানসোল পুরসভার বিরুদ্ধে পদক্ষেপ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার দ্রুত শুনানির আর্জিও জানান ওই ইস্পাত কারখানার আইনজীবী।
আরও পড়ুন : Amartya Sen: বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, তীব্র আপত্তি অমর্ত্য সেনের…
হাইকোর্টের নির্দেশ
শুক্রবার সেই মামলাতেই কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আসানসোল পুরনিগমের টাকা আদায়ের কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। বিচারপতি বলেন, ‘আসানসোল পুরসভা কী করে ২০ লক্ষ টাকা নিতে পারে? পুরসভা কী করে বেআইনি নির্মাণ না ভাঙ্গার সিদ্ধান্ত নিতে পারে? টাকার বিনিময়ে এমন কাজ অপরাধ। পুরো ঘটনার তদন্ত করে পুলিশের পদক্ষেপ করা উচিত।’ এরপরই মামলাকারীর আইনজীবীকে বিচারপতি নির্দেশ দেন, ‘জরিমানা আদায় হলেই কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? এই প্রক্রিয়া অবৈধ। আজই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করে আসুন। সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ করুন।’ আগামী সোমবার জরুরিভিত্তিতে এই মামলার শুনানি হবে বলে বলে জানিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।