ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিল্মফেয়ার (Filmfare) তো নয় যেন চাঁদের হাট (Filmfare Awards Bangla 2025)। তারকাদের স্টাইলিশ লুক থেকে শুরু করে পারফর্ম্যান্স, রীতিমত মহা উৎসব চলল টলিপাড়ায় (Tollywood)। আর সেখানেই বিশেষ ভাবে নজর কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। যদিও জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে চমক তো ছিলই। তবে তারপরের দিন মনামী যে সাজে এলেন, তা দেখে অবাক সবাই। অভিনেত্রীর পরনে ছিল এআইয়ের ডিজাইন করা পোশাক। মনামীর এই সুন্দর পোশাকের সিক্রেট কী? এ বিষয়ে কী বললেন অভিনেত্রী? সেকথা ধরা পড়েছে ট্রাইব টিভির ক্যামেরায়।
দড়ির পোশাকে মনামী (Filmfare Awards Bangla 2025)
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন মনামীকে দেখা গিয়েছে দড়ির পোশাকে (Filmfare Awards Bangla 2025)। মনামির কথায়, “এআই দেখে এই পোশাকের ডিজাইন করা হয়েছে। সেটা আরও অনেক ভারী ছিল। তাছাড়া এআই যেটা করতে পারে, সেটা তো মানুষের পক্ষে করা সম্ভব নয়। যতটা আমি ওজন বহন করতে পারব, সেই অনুযায়ী পোশাকটি বানানো হয়েছে। স্কার্টটির ওজন প্রায় ৪৫ কেজি হবে। আমার ওজন ৪২। এই পোশাকের নাম দিয়েছি দড়ি কা বন্ড। প্রথমে এটির ওজন ছিল আশি কেজি। পরে সেই ওজন কমানো হয়।”
মনামীর ইউনিক প্ল্যান (Filmfare Awards Bangla 2025)
বিভিন্ন অনুষ্ঠানে পোশাকের ক্ষেত্রে মনামীর একটা চমক থাকে (Filmfare Awards Bangla 2025)। এই ইউনিক প্ল্যান গুলো অভিনেত্রীর মাথায় কীভাবে আসে? যদিও এ বিষয়ে মনামী কিছু বলতে চাননি। পুরোটাই সিক্রেট হিসেবে রেখেছেন।
আরও পড়ুন: Dibyojyoti Dutta: দিব্যজ্যোতির পছন্দের জায়গা মায়াপুর! চৈতন্য মহাপ্রভু সেজে কেন ভয়ে আছেন অভিনেতা?
বার্বি ফ্রকে অভিনেত্রী
গত সোমবারও কিন্তু সান্ধ্যকালীন জলসায় এক ছাদের নিচে দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস তারকাদের। যেখানে মনামীকে দেখা যায় সাদা রংয়ের বার্বি ফ্রকে। ৪০ বছরের মনামীকে লাগছিল এক্কেবারে কুড়ির কিশোরী। বার্বি লুকের পাশাপাশি চর্চায় ছিল তাঁর হ্যান্ড ব্যাগ। ভীষণ ইউনিক স্টাইল। মনামীর ব্যাগ দেখে রীতিমত অবাক হয়ে যান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মনামীর গ্লাসের হ্যান্ড ব্যাগে ছিল জীবন্ত রঙিন মাছ।
আরও পড়ুন: Lawho Gouranger Naam Re: প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে শুভশ্রীকে জায়গা! আফসোস না করে কী বললেন অভিনেত্রী?
মনামীর বার্তা
মনামীর এই লুকের পিছনে ছিল, একটি বার্তা। তাঁর কথায়, “আমার এই ফ্যাশনের নেপথ্যে অন্য এক গল্প লুকিয়ে আছে। আমার পরনে যে ফ্রকটা দেখছেন, সেটা প্লাস্টিকের। রিসাইকেল করে করা। আর আমার হাতে রয়েছে কাঁচের ব্যাগ। তাতে রয়েছে মাছ। শুধু একটা বার্তা দিতেই এই সাজ। আমি চাই যে সমুদ্রে প্লাস্টিক ফেলার পরিবর্তে আপনারা তা পুনর্ব্যবহার করুন। সমুদ্রকে দূষণমুক্ত রাখুন। জলজ প্রাণীদের জীবন সংকটের হাত থেকে রক্ষা করুন।” মনামী মানেই যে সবসময় ছক ভাঙা ফ্যাশন, তা তিনি প্রমাণ করে দিলেন। এর আগেও তাঁকে বহুবার এক্সপেরিমেন্টাল লুকে দেখা গিয়েছে। প্রশংসা কুড়িয়েছেন বহু অনুরাগীর।