ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভে(Maha Kumbha 2025)। পদপিষ্টের ঘটনার পর ২৪ ঘণ্টা পেরোতেই ফের দুর্ঘটনা মহাকুম্ভে। ১১দিনের মাথায় মহাকুম্ভে আবারও বিধ্বংসী আগুন! বৃহস্পতিবার প্রয়াগরাজের(Prayagraj) ছটনাগ ঘাট, যা মহাকুম্ভ মেলা অন্যতম একটি এলাকায় আগুন লাগে। আগুনের ঘটনায় পুড়ে ছাই হল ১৫টি তাঁবু। তৎক্ষণাৎই ঘটনাস্থলের দিকে ছুটে যায় দমকলের বেশ ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
ফের আগুন মহাকুম্ভে(Maha Kumbha 2025)
দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, যেহেতু ছটনাগ ঘাটের কাছে পৌঁছনোর জন্য কোনও রাস্তা ছিল না, সেহেতু ঘটনাস্থলে পৌঁছতে বেশ সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা। শেষমেশ বাধা বিপত্তি কাটিয়েই সেখানে পৌঁছয় বাহিনী। নেভানো হয় আগুন(Maha Kumbha 2025)। কোনও রকম হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছেন দমকল কর্মীরা।
পুড়ে ছাই ১৫টি শিবির(Maha Kumbha 2025)
উত্তরপ্রদেশের অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ”আমাদের কাছে তথ্য এসেছে যে ছতনাগ থানা এলাকায় আজ আগুন(Maha Kumbha 2025) লেগেছিল। ১৫টি শিবির পুড়ে ছাই। দ্রুত পদক্ষেপ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে জানা গিয়েছে ওই শিবিরগুলির জন্য প্রশাসন অনুমোদিত হয়নি।”
আরও পড়ুন: Maha Kumbha 2025: বাতিল ভিভিআইপি পাস, গাড়ি প্রবেশে কড়াকড়ি, নিয়মে বড় রদবদল মহাকুম্ভে
১১ দিনের মাথায় দ্বিতীয়বার আগুন মহাকুম্ভে
প্রসঙ্গত, ১১ দিনের মাথায় দ্বিতীয়বার আগুন লাগল মহাকুম্ভে। আজ ছটনাগ ঘাটে আগে লাগে। এর আগে গত ১৯ জানুয়ারি হঠাৎ আগুন লাগে শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে বেশ কয়েকটি তাঁবুতে। এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। কারণ দ্রুত ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) নেতৃত্বে উত্তরপ্রদেশ প্রশাসন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেলার মাঠেই থাকা দমকলের ২০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সাহায্য করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এমনকী দুর্ঘটনার কিছু পরেই ঘটনাস্থলে হাজির হন খোদ যোগী। সেদিন মূলত রান্নার গ্যাস থেকে ছড়িয়ে পড়েছিল আগুন।
আরও পড়ুন: Union Budget: শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট, কী থাকবে নির্মলার ব্রিফ কেসে?
পদপিষ্টের বিভীষিকার পর ফের বিপত্তি
এদিকে মঙ্গলবার রাতে আচমকাই পদপিষ্ট হয়ে মহাকুম্ভে প্রাণ হারান অন্তত ৩০ জন পুণ্যার্থী। বুধবার মহাকুম্ভে মৌনী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত, সঙ্গমে পবিত্র স্নানের জন্য জড়ো হয়েছিলেন। ভক্তদের অতিরিক্ত ভিড়েই হুড়োহুড়ি পড়ে যায়। এতেই পদপিষ্ট হয়ে ৩০ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন। আর এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া গোটা দেশে। গোটা মেলা জুড়ে যখন মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে, সেই আবহেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।