ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে ঘর গুছোনোর কাজ শুরু করে দিল পদ্ম শিবির। ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টি জেলার সভাপতি ঘোষণা বিজেপির (BJP District President)। এর মধ্যে বড় অংশই সংঘ ঘনিষ্ঠ বলে খবর। যদি বাকি জেলা সভাপতি কবে ঘোষণা হবে তা নিয়ে সংশয় রয়েছে দলে। তবে জেলা সভাপতি ঘোষণার ফলে রাজ্য সভাপতি নির্বাচন দ্রুত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মার্চের শেষেই বাংলায় আসার কথা অমিত শাহের, তার আগেই কি নতুন রাজ্য সভাপতি? চর্চা সংশ্লিষ্ট মহলের।
নাম ঘোষণা বিজেপির ২৫ জেলা সভাপতির (BJP District President)
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অভাবনীয় ফলের পর থেকে রাজ্য বিজেপির নির্বাচনী গ্রাফ নিম্নমুখী। এর কারণ হিসেবে এক দিকে যেমন উঠে এসেছে নিচুতলায় সংগঠন মজবুত করতে না পারার বিষয়, তেমনই দলের অন্দরে বিভিন্ন সময় গোষ্ঠী-কোন্দল। আদি-নব্য দ্বন্দ্ব। অনেক ক্ষেত্রেই এই দ্বন্দ্ব রাজ্যস্তরেও পরিলক্ষিত করা গেছে। এমত অবস্থায় রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব বৈঠকও হয়েছে। তার মধ্যে থেকে মনে করা হচ্ছে কোনও ফর্মুলা বের করতে পেরেছে সুকান্ত মজুমদাররা। তাই দলের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টি জেলার সভাপতি ঘোষণা করা হয়েছে (BJP District President)। যার মধ্যে ১৭টি নতুন মুখ।
উত্তর ও দক্ষিণ কলকাতা-সহ ৮টি জেলা সভাপতির ক্ষেত্রে পুরোনো মুখেই ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব (BJP District President)। এদের মধ্যে অনেকেই সংঘ ঘনিষ্ঠ। মনে করা হচ্ছে ২৫ জন জেলা সভাপতির নাম ঘোষণার ফলে রাজ্য সভাপতি নির্বাচনের কাজ দ্রুত হবে। কারণ রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ২৪ জন জেলা সভাপতির সম্মতি লাগে। এদিকে, উত্তর কলকাতা জেলায় তমগ্নো ঘোষ জেলা সভাপতি হওয়ায় খুশির হাওয়া রাজ্য দফতর মুরলীধর লেনে। আবীর উড়িয়ে, মিষ্টি বিতরণ করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো ফলের ক্ষেত্রে আশাবাদী তিনি।
আরও পড়ুন: Humayun Kabir : মমতার রোষে হুমায়ুন কবীর, বেফাঁস মন্তব্যের জেরে ফের শো-কজ
জেলা সভাপতি বিধায়ক থাকতে পারবে না, এবারের বিজেপির জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে তা পরিলক্ষিত করা গেছে, কাঁথি ও আরামবাগ থেকে সরানো হয়েছে যথাক্রমে অরুপ দাস ও বিমান ঘোষকে (BJP District President)। কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠছে, এখনও যে সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা করা হল না, তার জন্য কী আরও একবার লিস্ট বেরাবে, তারপর ঘোষণা হবে রাজ্য সভাপতির নাম, যদি তাই হয় সেক্ষেত্রে নতুন জেলা সভাপতি কতদিন সময় পাবেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে?